আপডেট :

        ইরান থেকে ব্যালিস্টিক মিসাইলের যন্ত্রাংশ পাচার: পাকিস্তানি নাগরিকের ৪০ বছরের কারাদণ্ড

        যুক্তরাষ্ট্রে প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্রেপ্তার

        ট্রাভেল হিস্টরি থাকা সত্ত্বেও বি১/বি২ ভিসা প্রত্যাখ্যান: অফিসার জোরে কথা বলছিলেন, আচরণ ছিল রূঢ়’

        গাজা সংকটে অগ্রগতি, শান্তি পরিকল্পনার প্রথম ধাপ সম্পন্নের পথে

        হঠাৎ বেড়ে গেল প্রবেশ ফি, ট্রেইলার চালানো বন্ধ মালিকদের

        টেস্টের ছোঁয়া, টোয়েন্টির গতি—অদ্ভুত নিয়মে নতুন ফরম্যাট

        জুলাই সনদ স্বাক্ষর থেকে সরে দাঁড়াল গণফোরাম

        প্রতিদিনের খাবারেই লুকিয়ে আছে প্রাণঘাতী বিষ

        যাত্রার আগে এনআইডি বাধ্যতামূলক করছে রেলওয়ে

        পূর্ণাঙ্গ পদ্ধতি না পেলে জুলাই সনদে সইয়ে অস্বীকৃতি এনসিপির

        সমুদ্র বাণিজ্যে নতুন ফি: বন্দরে অতিরিক্ত খরচের ঘোষণা

        বাংলাদেশী শর্ট ফিল্ম 'নিশি'র EMA জয়

        মিরাজের প্রশংসা: বাংলাদেশ দলের খেলায় রয়েছে সম্ভাবনা

        পুলিশের বাধা অতিক্রম করে শাহবাগ ব্লকেড: ভাতা বৃদ্ধি ও জাতীয়করণের দাবিতে শিক্ষকরা অটল

        গাজায় স্থায়ী শান্তির পথে: ট্রাম্প দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরুর ঘোষণা দেন

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিক্রি হওয়া টিকিটে ৫ কোটি ডলারের জ্যাকপট

        ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে হেলিকপ্টার দুর্ঘটনা: আহত ৫ জন হাসপাতালে

        প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত সাবেক প্রেসিডেন্ট বাইডেনের রেডিয়েশন থেরাপি চলছে

        টেনেসিতে বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: ১৬ জনের মৃত্যুর আশঙ্কা, কেউ বেঁচে নেই

        মিসিসিপিতে ফুটবল খেলার পর গণগুলি: নিহত ৪, আহত ১২

রিজার্ভ চুরিতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জড়িত : তদন্ত কর্মকর্তা

রিজার্ভ চুরিতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জড়িত : তদন্ত কর্মকর্তা

নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার চুরির ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের কয়েকজন তথ্যপ্রযুক্তি (আইটি) কর্মকর্তা জড়িত বলে সন্দেহ করছেন একজন শীর্ষ তদন্ত কর্মকর্তা। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহ আলমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সন্দেহভাজনরা ব্যাংকটির অর্থ লেনদেন ব্যবস্থাকে সবার জন্য উন্মুক্ত ইন্টারনেট ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করে হ্যাকারদের প্রবেশের ব্যবস্থা করে দিয়েছে। এর ফলে সুইফট কোড হ্যাক করে অর্থ চুরি করতে সক্ষম হয় হ্যাকাররা।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনাটি তদন্তের নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ শাহ আলম ।  রয়টার্স জানিয়েছে, তারা চলতি ডিসেম্বরে এ পুলিশ কর্মকর্তার ধারাবাহিক সাক্ষাৎকার নিয়েছে। এর মাধ্যমে অর্থ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের ভেতরের লোকদের জড়িত থাকার বিষয়ে মোটামুটি বিস্তারিত ধারণা পাওয়া গেছে।

শাহ আলম জানান, চুরির ঘটনার কয়েক মাস আগে থেকেই আন্তর্জাতিক অর্থ লেনদেন নেটওয়ার্ক `সুইফটের` নিরাপত্তা পাসওয়ার্ড এর সার্ভারে রেখে দেয়া হয়েছিল। অথচ প্রতিদিনের কাজ শেষে এই পাসওয়ার্ড মুছে ফেলে তা সুরক্ষিত ভল্টে রাখার কথা।

তিনি বলেন, পাসওয়ার্ডের টোকেন মুছে ফেলার ব্যর্থতার সুযোগই নজরদারি না হওয়ার সময়টিতে হ্যাকারদের বাংলাদেশ ব্যাংকের সুইফট সিস্টেম প্রবেশ করার সুযোগ করে দিয়েছে। প্রথমে হ্যাকাররা ম্যালওয়্যার দিয়ে সিস্টেমে ঢুকে পড়ে। পরবর্তীতে অর্থ হস্তান্তরের ভুয়া নির্দেশনা ইস্যু করে।

অর্থ চুরির ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের ভেতরকার কারো অবহেলা ছাড়া অন্য কোনোভাবে কেউ দোষী নয় বলে বাংলাদেশ কর্তৃপক্ষ দাবি করার কয়েক মাস পর পুলিশ কর্মকর্তা শাহ আলম এ মন্তব্য করলেন।

শাহ আলম জানান, তদন্তে দেখা গেছে কেন্দ্রীয় ব্যাংকের আইটি টেকনিশিয়ানরা সম্ভবত ভেতর থেকে সহযোগিতা করেছে। এ ব্যাপারে কোনো প্রমাণ থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেখানে অনেক বিষয় রয়েছে যা বাংলাদেশ ব্যাংকের লোকজন না করলে হ্যাক করার কাজটি হওয়া সম্ভব ছিল না।

শাহ আলম বলেন, তিনি বিশ্বাস  করেন গত বছর বাংলাদেশ ব্যাংকের আইটি টেকনিশিয়ানরা সুইফট নেটওয়ার্ককে পাবলিক ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত করেছিলেন।

দেশীয় অর্থ লেনদেন ব্যবস্থা `দ্য রিয়েল টাইম গ্রস স্যাটেলমেন্ট সিস্টেমের` (আরটিজিএস) সঙ্গে সুইফটকে সংযুক্ত করতে গিয়ে তারা এ কাজ করেছেন।

শুধু আন্তর্জাতিক লেনদেনের জন্যই সুইফটকে ব্যবহার করা হয়। উচ্চ নিরাপত্তা ব্যবস্থা সম্বলিত এই নেটওয়ার্কটিকে ইন্টারনেটে যুক্ত করা হলে বাইরের যে কোনও কম্পিউটারের মাধ্যমে এতে ঢোকা সম্ভব ।

সুইফটের সঙ্গে আরটিজিএসের সংযোগ তৈরির কাজ তত্ত্বাবধায়ন করেছে সুইফটের ঠিকাদাররা। তবে কাজটি বাংলাদেশ ব্যাংকের টেকনিশিয়ানরা করেছে বলে জানিয়েছেন শাহ আলম এবং ব্যাংকের একজন কর্মকর্তা। সুইফট সিস্টেমকে সুরক্ষার জন্য ব্যবহৃত টোকেনকে সার্ভারে ঢুকিয়ে রাখার সঙ্গে কে জড়িত তা জানা যায়নি বলে জানান শাহ আলম।

তিনি বলেন, সুইফটের টোকেন নিরাপদে রাখার জন্য অন্তত ছয়জন কর্মকর্তার দায়দায়িত্ব রয়েছে।

অর্থচুরির ঘটনায় শাহ আলম যে দাবি করছেন তা স্বাধীনভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স। সংবাদ সংস্থাটির কাছে তিনি সন্দেহভাজন কারও নাম প্রকাশ করতে রাজি হননি।

এছাড়া এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কেউ এ পর্যন্ত গ্রেফতার হয়নি। এছাড়া শাহ আলমও তার দাবির স্বপক্ষে কোনো তথ্যপ্রমাণ দেখাননি।

চুরির ঘটনায় পুলিশের তদন্তের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভংকর সাহা। তবে তিনি বলেছেন, কেন্দ্রীয় ব্যাংককে তার কোনো কর্মীকে আটক করার পরিকল্পনার কথা জানানো হয়নি।

শাহ আলমের দাবির বিষয়ে অর্থ চুরির ঘটনার তদন্তকারী অন্যতম সংস্থা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই) কোনো মন্তব্য করেনি। ইন্টারপোলও এ ব্যাপারে মন্তব্য করেনি।

সুইফটের মুখপাত্র মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত