শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ , পত্রিকা অফিসে আগুন
৫.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
ফাইল ছবি
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার বেলা ৩টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের ত্রিপুরা। যার রিকটার স্কেলে মাত্রা ছিল ৫.৫।
বাংলাদেশ আবহাওয়া অধিদফর সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ১৭৬ কিলোমিটার দূরে ভারতের ত্রিপুরায়। উৎপত্তিস্থলে এ কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৭।
ঢাকাসহ রংপুর, সিলেট, কিশোরগঞ্জ, জামালপুর, কুমিল্লা, ময়মনসিংহ ও পঞ্চগড়ে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পে বিভিন্ন এলাকা প্রচণ্ডভাবে কেঁপে ওঠে।
জাতীয় সংসদের মত এত বড় স্থাপনাও কেঁপে ওঠেছে। অনেকে আতঙ্কে ছুটাছুটি করতে থাকেন। তবে কেউ হতাহত হননি।
ঢাকার অধিবাসীরা বলেন, এমন ভূমিকম্প খুব কম দেখেছি। ভূমিকম্প শুরু হওয়ার সময় দৌড়ে ঘর থেকে বের হওয়ার সময় হোঁচট খেয়ে গেছি।
তবে তাৎক্ষণিকভাবে দেশের কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
শেয়ার করুন