রাজধানীর ডিসিসি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৭০০ কোটি টাকা ক্ষতি
রাজধানীর গুলশান ১ নম্বরের ডিসিসি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত আড়াইটায় এই আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত পৌনে তিনটার দিকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনের তীব্রতায় মার্কেটের একাংশ ধসে পড়েছে এবং প্রায় ৬ শতাধিক দোকান সম্পূর্ণরূপে পুড়ে গেছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।
ডিসিসি মার্কেটের চেয়ারম্যান শের মোহাম্মদ জানিয়েছেন, আগুনে প্রায় ৪০০ দোকান পুড়ে গেছে। এতে ৬০০ থেকে ৭০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
পরিকল্পিতভাবে এই আগুন লাগানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, মার্কেটের চারতলার ছাদ ধসে পড়েছে। এটা কখনো এভাবে ধসে পড়ার কথা নয়। গানপাউডার দিয়ে পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
কাঁচা ও সুপার মার্কেটের সহসভাপতি হুমায়ুন সিদ্দিকী ফায়ার সার্ভিসের তৎপরতায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ফায়ার সার্ভিসের তৎপরতা সন্তোষজনক নয়। এ ছাড়া আরো বেশি ইউনিট কাজ করা প্রয়োজন।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
শেয়ার করুন