দেশ অচিরেই উন্নত রাষ্ট্রে পরিণত হবে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে পৌঁছেছে। ইতোমধ্যে আমরা মধ্যম আয়ের দেশের দ্বারপ্রান্তে। সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশ অচিরেই উন্নত রাষ্ট্রে পরিণত হবে, সেদিন আর বেশি দূরে নয়।
শুক্রবার কুমিল্লার চৌদ্দগ্রামস্থ এক অভিজাত হোটেলে সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনসহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় আরো মধ্যে ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার ফেরদৌস আহম্মেদ, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম প্রমুখ।
পরে তিনি চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি ইউনিয়নের বিজয়করা গ্রামের বাড়িতে যান। সেখানে পারিবারিক কবরস্থানে তার বাবাসহ পরিবারের অন্যান্যদের কবর জিয়ারত করেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পর শুক্রবার প্রথমবার তিনি নিজ বাড়িতে আসেন।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
শেয়ার করুন