মাঘের শুরুতে শৈত্যপ্রবাহের কবলে দেশ
শীত ঋতুর দ্বিতীয় মাস মাঘের শুরুতে সারা দেশে শীত জেঁকে বসেছে। প্রায় সারা দেশ জুড়েই চলছে শৈত্য প্রবাহ। শৈত্যপ্রবাহ কোথাও তীব্র, কোথাও কোথাও মাঝারি, আবার কোথাও মৃদু।
‘মাঘের শীত বাঘের গায়’ প্রবাদ যেন সত্যে পরিণত হয়েছে শনিবার শীতের তীব্রতায়। মাঘের প্রথম দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদরা তাৎক্ষণিক হিসাবে বলছেন, ২০১২ সাল থেকে এ পর্যন্ত জানুয়ারি মাসে এটাই সবচেয়ে কম তাপমাত্রা। তবে রবিবার থেকেই আবার তাপমাত্রা বাড়তে শুরু করবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের দায়িত্বপ্রাপ্ত পূর্বাভাস কর্মকর্তা।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, বাতাসের তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে হলে মাঝারি ও তাপমাত্রা ৮ ডিগ্রির বেশি থেকে ১০ ডিগ্রির মধ্যে হলে তাকে মৃদু শৈত্য প্রবাহ বলে। তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে হলে তাকে বলে তীব্র শৈত্য প্রবাহ।
আবহাওয়া অধিদফতর শনিবার ২৪ ঘণ্টার পূর্বাভাস প্রতিবেদনে জানিয়েছে, টাঙ্গাইল, শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা অঞ্চলের উপর দিয়ে তীব্র শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে।
এছাড়া বরিশাল বিভাগ এবং ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, সীতাকুন্ড, রাঙ্গামাটি, কুমিল্লা, ফেনী, বগুড়া, সিরাজগঞ্জ, রংপুর, সৈয়দপুর, খুলনা, সাতক্ষীরা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে।
এ শৈত্য প্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে জানিয়ে পূর্বাভাসে আরও বলা হয়েছে, ‘সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।’
ঢাকা শহর ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থান ছাড়া শনিবার সারাদেশের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে।
শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রংপুর বিভাগের রাজারহাট ও তেঁতুলিয়ায়। এ দুটি স্থানেই তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
শেয়ার করুন