সাতক্ষীরা সীমান্তে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। সোমবার সকালে সীমান্তের সোনাই নদী ওপার থেকে তাদের ধরে নিয়ে যায়। রাত ৮টা পর্যন্ত আটকদের ফেরত দেয়নি বিএসএফ।
বিএসএফের হাতে আটক বাংলাদেশিরা হলেন, সদর উপজেলার রেউই গ্রামের তজিবর রহমান ও বাবু হাসান। অপরজনের নাম জানা যায়নি।
বিজিবির কাকডাঙ্গা বিওপি কমান্ডার সুবেদার হায়দার আলি জানান, সকালে তিন চোরাকারবারী বাংলাদেশ থেকে ভারতে সুপারি পাচারের চেষ্টা করছিল। এসময় বিজিবির টহল দল তাদের স্পিড বোট নিয়ে ধাওয়া করে। চেরাকারবারিরা নদী সাঁতরিয়ে ভারতীয় এলাকার মধ্যে চলে যায়। পরে ভারতীয় বিএসএফ সদস্যরা তাদের আটক করে স্বরূপনগর থানায় সোপর্দ করে।
৩৮-বিজিবির অধিনায়ক লে.কর্নেল আরমান হোসেন জাগো নিউজকে জানান, ভারতের তারালি বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে আলোচনা হয়েছে। আটকদের ফেরত দেয়া হবে বলে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
শেয়ার করুন