সাত খুন মামলার রায়ে জনগণের প্রত্যাশার পূরণ হয়েছে : অ্যাটর্নি জেনারেল
নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার রায়ে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আজ সোমবার সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সাত খুনের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স হাইকোর্টে আসলে তা দ্রুত শুনানির উদ্যোগ গ্রহণ করা হবে এবং বিচারিক আদালতের সাজা বহাল রাখতে চেষ্টা করবে রাষ্ট্রপক্ষ।
মাহবুবে আলম বলেন, নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের রায়ে প্রমাণিত হয়েছে অপরাধী যতই শক্তিশালী হোক, যে বাহিনীর হোক আইনের ঊর্ধ্বে কেউ নয়। অপরাধ করলে শাস্তি পেতেই হবে।
নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের মামলায় সাবেক কাউন্সিলর নূর হোসেন ও র্যাবের প্রাক্তন কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদসহ ২৬ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। বাকি নয় আসামির সবাইকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
শেয়ার করুন