আপডেট :

        জুয়ার বিজ্ঞাপন প্রচারে রোববার থেকে সাইট ব্লক

        নিউইয়র্কে সিলেটিদের প্রতিবাদ: উন্নয়ন বঞ্চনায় ক্ষোভ

        নিউইয়র্কে ডমেস্টিক সহিংসতা রোধে নতুন বিশেষ ইউনিট

        জুলাই সনদ সই শেষ, বাস্তবায়ন পদ্ধতি এখনও অনিশ্চিত

        ‘জুলাই সনদ’ বাংলাদেশের রাজনৈতিক মাইলফলক: ইইউ

        জুলাই সনদ স্বাক্ষরের আগে সং ঘ র্ষ: ৯০০ জনের বিরুদ্ধে মা ম লা

        দেড় মাস পর আবার খুলছে সুপ্রিম কোর্ট

        ২৫ আনসার সদস্য আহত, ১০ জন সিএমএইচে ভর্তি

        রাজনাথ সিংয়ের হুঁশিয়ারি: ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের নাগালে পাকিস্তান

        সালমার তিন বিয়ে ও বিতর্ক: ফিরে দেখা জীবনের গল্প

        চায়ের দোকান থেকে বলিউড: ওম পুরির সিনেমার মতো জীবন

        বলিউড অভিনেত্রীর গর্ভপাতের পর কঠিন অভিজ্ঞতার বর্ণনা

        হোপের দাপটে বাংলাদেশের জয়ের আশা ঝুঁকিতে

        রিশাদের দাপটে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো জয়

        বর্ধিত মাশুল স্থগিতে ব্যবসায়ীদের আন্দোলন, ৭ দিনের আল্টিমেটাম

        পিআর নিয়ে টালবাহানা সহ্য করবে না জনগণ: চরমোনাই পীর

        গাজার যুদ্ধবিরতি নেতানিয়াহুর জন্য ৬টি বড় বিপদ ডেকে আনল

        পাকিস্তান-আফগানিস্তানে ৪৮ ঘণ্টার নতুন যুদ্ধবিরতি ঘোষণা

        নাশকতার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: সরকার

        বিমানবন্দর দ্রুত চালুর প্রতিশ্রুতি দিলেন উপদেষ্টা

ইসি গঠ: রাজনৈতিক দলগুলোর কাছে নাম চেয়েছে সার্চ কমিটি

ইসি গঠ: রাজনৈতিক দলগুলোর কাছে নাম চেয়েছে সার্চ কমিটি

প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ করা রাজনৈতিক দলগুলোর কাছে পাঁচটি করে নাম চেয়েছে সার্চ (অনুসন্ধান) কমিটি।

দলগুলোকে মঙ্গলবার বেলা ১১টার মধ্যে নামগুলো দিতে হবে।

সার্চ কমিটি প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। শনিবার বেলা ১১টার দিকে কমিটির আহ্বায়ক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে বৈঠক শুরু হয়।

সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই বৈঠকে কমিটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে।

রাষ্ট্রপতির নির্দেশে গত ২৫ জানুয়ারি ‍ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে আদেশ জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে।

শনিবার দুপুর ১২টা ৪৮ মিনিটে বৈঠক থেকে বেরিয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, ‘সার্চ কমিটির প্রথম সভা বেলা ১১টায় শুরু হয়। সেটা প্রায় পৌনে দুই ঘণ্টা চলে। কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। আজ মূল্য উদ্দেশ্য ছিল কমিটির কর্মপদ্ধতি কী হবে তা নির্ধারণ করা।’

বৈঠকের সিদ্ধান্তগুলো তুলে ধরে শফিউল আলম বলেন, ‘প্রথম সিদ্ধান্ত হলো মহামান্য রাষ্ট্রপতির কাছে যেসব দল সংলাপে অংশগ্রহণ করেছিল, তাদের সবার কাছে আগামী মঙ্গলবার ৩১ জানুয়ারি বেলা ১১টার মধ্যে নাম পৌঁছানোর জন্য পত্র যাবে। প্রত্যেক দলকে পাঁচটি করে নাম মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিবের (প্রশাসন ও বিধি) কাছে পৌঁছাতে হবে।’

এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘দলগুলোর কাছে নির্বাচন কমিশনারের জন্য পাঁচটি করে নাম চাওয়া হয়েছে।’

‘দ্বিতীয় সিদ্ধান্ত হলো আগামী সোমবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিশিষ্ট নাগরিকদের প্রতিনিধিদের সঙ্গে কমিটি মিটিং করবে’ বলেন শফিউল আলম।

এ লক্ষ্যে কমিটি বিশিষ্ট নাগরিক হিসেবে ১২ জনকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে।

বৈঠকে সার্চ কমিটির সদস্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিরিণ আকতার উপস্থিত ছিলেন।

অনুসন্ধান কমিটির পরবর্তী সভা আগামী মঙ্গলবার বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে অনুষ্ঠিত হবে বলে সভা সূত্রে জানা গেছে।

এই সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ দেবে। নিয়োগের সুপারিশে কমপক্ষে একজন নারী থাকতে হবে। এজন্য নির্বাচন কমিশনে প্রথমবারের মতো একজন নারী কমিশনারের স্থান হচ্ছে।

সভায় উপস্থিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তের ভিত্তিতে প্রতিটি শূন্য পদের বিপরীতে দুজন ব্যক্তির নাম সুপারিশ করবে কমিটি। সিদ্ধান্তের সমতার ক্ষেত্রে সভার সভাপতি নির্ণায়ক সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা থাকবে বলে কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে।

একজন কমিশনার (মো. শাহ নেওয়াজের মেয়াদ শেষ হবে ১৪ ফেব্রুয়ারি) বাদে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার ও অন্য তিন নির্বাচন কমিশনারের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারি।

নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি করতে গত বছর ১৮ ডিসেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি। সংলাপ শেষ হয় চলতি বছর ১৮ জানুয়ারি। এ সময়ে রাষ্ট্রপতি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ ৩১টি দলের সঙ্গে সংলাপ করেন।

প্রায় প্রতিটি দলই নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের প্রস্তাব দেয়। তবে আইন না হওয়া পর্যন্ত সার্চ কমিটি গঠনের মাধ্যমে নতুন কমিশন গঠনের প্রস্তাবও দেয় দলগুলো।

সেই পরিপ্রেক্ষিতে সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত