প্রধানমন্ত্রীকে বহনকারী সেই ভ্যানটি যাচ্ছে জাদুঘরে, বিমান বাহিনীতে হচ্ছে চালকের চাকরি
জীবনের চাকা যার ঘুরপাক খাচ্ছিল ভ্যানের চাকায়, সেই ভ্যান চালকের ভাগ্যের চাকা এভাবেই যে ঘুরে যাবে তা কি ওই ভ্যান চালক বুঝতে পেরেছিলেন? কিছু মুহূর্তের জন্য শুক্রবার প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা যে ভ্যানে চড়ে টুঙ্গিপাড়ার রাস্তা-ঘাটে ঘুরেছেন সেই ভ্যানচালক ইমাম শেখের ভাগ্যের দুয়ার খুলে গেছে। প্রধানমন্ত্রীর বদান্যতায় তার বিমান বাহিনীতে চাকরি হচ্ছে। আর প্রধানমন্ত্রীকে বহন করা সেই ভ্যানটি রাখা হচ্ছে জাতীয় জাদুঘরে।
বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক প্রচার এবং প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের ভ্যানে চড়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
শনিবার রাতেই ভ্যানচালক ইমাম শেখের চাকরির বিষয়টি মোটামুটি জানাজানি হয়।
রবিবার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক ও প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া-কোটালীপাড়া এলাকার নির্বাচনী প্রতিনিধি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ জানিয়েছেন, ভ্যানচালক ইমাম শেখের শিক্ষাগত যোগ্যতা অনুসারে তাকে বিমান বাহিনীতে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।
তিনি আরও জানান, রবিবার দুপুরে ভ্যান গাড়ি ও তার মালিক ইমাম শেখকে যশোরের বীর শ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে। সেই সাথে তার ভ্যান গাড়ীটিও।
এ সময় শেখ মোহাম্মদ আব্দুল্লাহসহ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তাফাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
ভ্যান চালক ইমাম শেখ বলেন, আগে তার একটি সাধারন ভ্যান গাড়ি ছিলো। বর্তমানে প্রায় সব যাত্রীবাহী ভ্যানে ইঞ্জিন লাগানো হয়েছে। তাই আমার ভ্যানে যাত্রী উঠতে চাইতো না। আয়ও তেমন হতো হতো না।
বিগত ৩ মাস আগে জাগরনী চক্র ফাউন্ডেশন থেকে ভ্যান গাড়িটি যুগোপযোগী করার জন্য লোন নেওয়া হয়। মোট ৪২ হাজার টাকা খরচ করে এই ভ্যান গাড়ীটি বানানো হয়েছে। সপ্তাহে ১ হাজার টাকা করে ৩ মাস কিস্তির টাকা পরিশোধ করা হয়েছে। আরো ৯ মাসে ৩৬ কিস্তি বাবদ ৩৬ হাজার টাকা বাকী রয়েছে।
ইমাম শেখ আরও বলেন, দেশের প্রধানমন্ত্রীকে ভ্যানে করে গ্রাম ঘুরিয়ে তার জীবন ধন্য হয়েছে। তার জীবনে আর কিছু চাওয়া-পাওয়ার নাই। তারপরও প্রধানমন্ত্রী তার জন্য চাকরীর ব্যবস্থা করেছেন। এ জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে চীর ঋণী হয়ে থাকবেন।
উল্লেখ্য, গত শুক্রবার (২৭ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যানে করে তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থান ঘুরিয়ে দেখান ইমাম শেখ। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও তার স্ত্রী-সন্তানরা।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
শেয়ার করুন