সুরঞ্জিত সেনগুপ্ত গুরুতর অসুস্থ : সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত গুরুতর অসুস্থ। এয়ার অ্যাম্বুলেন্স আকাশপথের ক্লিয়ারেন্স পেলে আজ রাতেই তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে।
সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারী কামরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
গত বৃহস্পতিবার হৃদযন্ত্রের সমস্যা নিয়ে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন বর্ষিয়ান এ রাজনীতিক। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে শনিবার রাত ৯টার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
সুরঞ্জিত সেনগুপ্ত ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. বরেণ চক্রবর্তীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
কামরুল ইসলাম আরো জানিয়েছেন, সুরঞ্জিত সেনগুপ্তের ফুসফুসে সংক্রমণ হয়েছে। তার শারীরিক অবস্থা খুব ভালো নয়। উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
কামরুল ইসলাম বলেন, এরই মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে। অনুমতি পেলে রাতেই রওনা দেওয়া হবে। তা না হলে আগামীকাল সকাল ১০টায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
শেয়ার করুন