আপডেট :

        জুয়ার বিজ্ঞাপন প্রচারে রোববার থেকে সাইট ব্লক

        নিউইয়র্কে সিলেটিদের প্রতিবাদ: উন্নয়ন বঞ্চনায় ক্ষোভ

        নিউইয়র্কে ডমেস্টিক সহিংসতা রোধে নতুন বিশেষ ইউনিট

        জুলাই সনদ সই শেষ, বাস্তবায়ন পদ্ধতি এখনও অনিশ্চিত

        ‘জুলাই সনদ’ বাংলাদেশের রাজনৈতিক মাইলফলক: ইইউ

        জুলাই সনদ স্বাক্ষরের আগে সং ঘ র্ষ: ৯০০ জনের বিরুদ্ধে মা ম লা

        দেড় মাস পর আবার খুলছে সুপ্রিম কোর্ট

        ২৫ আনসার সদস্য আহত, ১০ জন সিএমএইচে ভর্তি

        রাজনাথ সিংয়ের হুঁশিয়ারি: ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের নাগালে পাকিস্তান

        সালমার তিন বিয়ে ও বিতর্ক: ফিরে দেখা জীবনের গল্প

        চায়ের দোকান থেকে বলিউড: ওম পুরির সিনেমার মতো জীবন

        বলিউড অভিনেত্রীর গর্ভপাতের পর কঠিন অভিজ্ঞতার বর্ণনা

        হোপের দাপটে বাংলাদেশের জয়ের আশা ঝুঁকিতে

        রিশাদের দাপটে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো জয়

        বর্ধিত মাশুল স্থগিতে ব্যবসায়ীদের আন্দোলন, ৭ দিনের আল্টিমেটাম

        পিআর নিয়ে টালবাহানা সহ্য করবে না জনগণ: চরমোনাই পীর

        গাজার যুদ্ধবিরতি নেতানিয়াহুর জন্য ৬টি বড় বিপদ ডেকে আনল

        পাকিস্তান-আফগানিস্তানে ৪৮ ঘণ্টার নতুন যুদ্ধবিরতি ঘোষণা

        নাশকতার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: সরকার

        বিমানবন্দর দ্রুত চালুর প্রতিশ্রুতি দিলেন উপদেষ্টা

নতুন ইসি গঠন : সিইসি কে এম নুরুল হুদা

নতুন ইসি গঠন : সিইসি কে এম নুরুল হুদা

নতুন নির্বাচন কমিশনে (ইসি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নিয়োগ পেয়েছেন সাবেক সচিব কে এম নুরুল হুদা।

একই সঙ্গে কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন-সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত রাজশাহীর জেলা জজ কবিতা খানম এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী।

সচিবালয়ে সোমবার (৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টায় প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সিইসি ও কমিশনারদের নাম প্রকাশ করেন।

রাষ্ট্রপতির নির্দেশে গত ২৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে আহ্বায়ক করে ছয় সদস্যের সার্চ (অনুসন্ধান) কমিটি গঠন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দেয়।

নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেওয়া দলগুলোর কাছ থেকে পাঁচটি করে নাম নেওয়া ছাড়াও দুই দফায় ১৭জন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক করে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনে ১০ জনের একটি নামের তালিকা ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠকে উঠে আসা সুপারিশসমুহ সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেয় সার্চ কমিটি।

প্রধান নির্বাচন কমিশনার ও চারজন কমিশনার নিয়োগের মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ দিতে সার্চ কমিটিকে ১০ কার্যদিবস সময় দেওয়া হয়েছিল।

মন্ত্রিপরিষদ সচিব বলেছেন, ‘সার্চ কমিটি কার্যক্রম শেষ করে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাষ্ট্রপতির কাছে সুপারিশ সম্বলিত রিপোর্ট দাখিল করে। সেই রিপোর্টের প্রেক্ষিতে যথাযথ প্রক্রিয়ায় কার্যক্রম গ্রহণ করি। মাননীয় প্রধানমন্ত্রী ও মহামান্য রাষ্ট্রপতির স্বাক্ষর শেষে কার্যক্রম চূড়ান্ত করা হয়েছে।’

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে সার্চ কমিটির প্রস্তাবিত ১০ জনের নাম

কমিটি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সচিব কে এম নুরুল হুদা ও সাবেক মন্ত্র্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারের নাম প্রস্তাব করেছিল জানিয়ে তিনি বলেছেন, ‘এ দুজনের মধ্য থেকে রাষ্ট্রপতি কে এম নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করেছেন।’

এ ছাড়া রাষ্ট্রপতি সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত রাজশাহীর জেলা জজ কবিতা খানম এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরীকে কমিশনার নিয়োগ দিয়েছেন বলে জানান শফিউল আলম।

তিনি আরও জানান, নির্বাচন কমিশনার হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. জারিনা রহমান খান, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য মো. আব্দুল মান্নান এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের প্রো-ভাইস চ্যান্সেলর ও জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) চেয়ারম্যান নাজমুল আহসান কলিমউল্লাহ’র নামও প্রস্তাব করেছিল সার্চ কমিটি।

সোমবারই নতুন নির্বাচন কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেছেন, ‘আশা করি, এ নির্বাচন কমিশন নিয়ে কোনো বিতর্ক হবে না।’

তিনি জানিয়েছেন, রাজনৈতিক দলগুলো মোট ১২৮টি নাম দিয়েছিল।

কোন দল কার নাম প্রস্তাব করেছে জানতে চাইলে শফিউল আলম বলেছেন, ‘রেকর্ড দেখে বলতে হবে, আমার মেমোরিতে নেই।’

মন্ত্রিপরিষদ সচিব আরো বলেছেন, ‘সিইসি হিসেবে বিএনপি মাহবুব তালুকদার ও তোফায়েল আহমেদের নাম প্রস্তাব করেছিল। বিএনপি দিলেও নামগুলো নির্দলীয়। আওয়ামী লীগের পক্ষ থেকে কবিতা খানম ও আব্দুল মান্নানের নাম প্রস্তাব করা হয়েছিল।

সার্চ কমিটি স্বাধীনভাবে কাজ করেছে দাবি করে মন্ত্রিপরিষদ সচিব বলেছেন, ‘কমিটিকে আমরা সাচিবিক সহযোগিতা দিয়েছি।’

এই প্রথমবারের মতো নারী কমিশনার পেল ইসি। ১৯৭২ সাল থেকে এ পর্যন্ত ১১ জন প্রধান নির্বাচন কমিশনার ও ২৩ জন নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেছেন। তাদের মধ্যে কোনো নারী ছিলেন না।

প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ পাওয়া কে এম নুরুল হুদা বিসিএস ১৯৭৩ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা বলে জানা গেছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত