পাকিস্তানের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে লেগে আছি, থাকব : অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘যুদ্ধের সময় (১৯৭১) দেশের অর্থনীতির যে ক্ষতি ও ধ্বংস পাকিস্তান করেছে সেটা অনেক বড়। আওয়ামী লীগ সরকার যতদিন সরকারে থাকবে, সবসময় এটার (ক্ষতিপূরণ আদায়) পেছনে লেগে থাকবে। এখনও লেগে আছি, ভবিষ্যতেও থাকবো।’
জাতীয় সংসদে সোমবার (৬ ফেব্রুয়ারি) স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজীর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন।
অর্থমন্ত্রী বলেছেন, ‘আমরা চারটি পদ্ধতিতে পাকিস্তানের কাছে ক্ষতিপূরণ দাঁড় করিয়েছি। চারটি পদ্ধতিতে বিভিন্ন ধরণের ক্ষতিপূরণ চেয়েছি। আমরা সেই লক্ষ্যে এখনও অটুট আছি।’
সংরক্ষিত আসনের এমপি জাহান আরা বেগম সুরমার এক প্রশ্নেরজবাবে অর্থমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের চুরি হয়ে যাওয়া রিজার্ভের অবশিষ্ট অর্থ উদ্ধারে বাংলাদেশ ব্যাংক, এফআরবি নিউইয়র্ক এবং সুইফট-এর মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা চলমান রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া রিজার্ভের সব অর্থ উদ্ধারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি জানিয়েছেন, রিজার্ভের অবশিষ্ট অর্থ উদ্ধার ও বাংলাদেশ ব্যাংকের হিসাবে ফেরতের লক্ষ্যে ফিলিপাইনে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন। পাশাপাশি এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক, এফআরবি নিউইয়র্ক এবং সুইফট-এর মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা চলমান।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
শেয়ার করুন