‘সংবিধান ও গণতন্ত্র রক্ষায় ৫ জানুয়ারির নির্বাচন করতে বাধ্য হয়েছি’
‘সংবিধান ও গণতন্ত্র রক্ষায় ৫ জানুয়ারির নির্বাচন করতে বাধ্য হয়েছি’ বলে জানিয়েছেন সদ্যবিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে বুধবার দুপুরে নির্বাচন কমিশনে (ইসি) মেয়াদ শেষ হওয়ার পর বিদায়ী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রকিবউদ্দীন আহমদ বলেন, অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে সফলতার সঙ্গে সব কাজ শেষ করেছি। নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে সক্ষমতারও প্রমাণ দিয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন— নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ ও জাবেদ আলী। তারা ২০১২ সালের ৯ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেছিলেন। বুধবার ৮ ফেব্রুয়ারি তাদের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হয়েছে।
তবে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ ২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি দায়িত্ব নিয়েছেন বলে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি স্বপদে থাকছেন।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
শেয়ার করুন