অবৈধভাবে কেনিয়া যাওয়ার সময় ঢাকায় বিমানবন্দরে ৭৩ জন আটক
অবৈধভাবে কেনিয়া যাওয়ার সময় হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার ৭৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বিমানবন্দর এপিবিএন’র সহকারী পুলিশ সুপার (এএসপি) তারিক আহমেদ জানান, বোডিং পাস শেষে বাংলাদেশ বিমানের ফ্লাইটে করে ৭৩ জন স্বল্প মেয়াদের ভিসায় কেনিয়া যাচ্ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা এ খবর পাই। বিষয়টি সন্দেহজনক হওয়ায় তাদের সবাইকে আটকে দেওয়া হয়। মানবপাচারকারীদের যোগসাজশে মিউচুয়াল এগ্রিমেন্টের মাধ্যমে তারা এ ফাঁদে পা দেয়।
তিনি আরও জানান, তাদের প্রথমে লিবিয়া, তারপর কেনিয়া যাওয়ার কথা ছিল। কেনিয়ায় পৌঁছানোর পর বিভিন্ন দেশে চলে যাবার পরিকল্পনা করেছিলেন তারা। সেখানে পৌঁছানোর পর মানবপাচারকারীদের টাকা পেমেন্ট দেওয়ার সর্তে রাজি হয়েছিলেন তারা। জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
শেয়ার করুন