আবারও র্যাবের উপর হামলার চেষ্টা, হামলাকারী নিহত
আশকোনায় র্যাব কার্যালয়ে আত্মঘাতী হামলা চেষ্টার একদিনের মাথায় আবারও র্যাবের উপর হামলার চেষ্টা হয়েছে। আজ শনিবার ভোরে রাজধানীর খিলগাঁওয়ে র্যাব-৩ এর একটি চেকপোস্টে হামলার চেষ্টা চালায় সন্দেহভাজন এক জঙ্গি।
মোটরসাইকেলে করে এই হামলার চেষ্টা করা হয়। এ ঘটনায় হামলাকারী নিহত এবং র্যাবের দুই জন সদস্য আহত হয়েছেন।
জানা গেছে, আজ ভোর ৫টার দিকে খিলগাঁও শেখের জায়গা নামের স্থানে র্যাবের অস্থায়ী চেকপোস্টে তল্লাশি করছিলেন র্যাব সদস্যরা।এ সময় একজন মোটরসাইকেল আরোহী খুব দ্রুত ওই চেক পোস্টের দিকে এগিয়ে আসেন। তখন র্যাব সদস্যরা তাকে সিগন্যাল দিলে তিনি তা অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন তাকে আটকাতে গিয়ে দুই জন র্যাব সদস্য আহত হন।
র্যাব সূত্রে জানা গেছে, ওই আরোহীকে বাধা দিতে গেলে তিনি তার বন্দুক দিয়ে গুলি করার চেষ্টা করেন। তখন র্যাবও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই নিহত হন ওই দুর্বৃত্ত।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
শেয়ার করুন