বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন
বৃহস্পতিবার সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় ব্যাংকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বলে বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদ হাসান জানান।
৩০ তলা ওই ভবনের ১৩ তলায় আগুন লেগেছে বলে মতিঝিল থানার এসআই খোদা নেওয়াজ জানান।
ভবনে অবস্থানরত বাংলাদেশ ব্যাংকের একজন যুগ্ম পরিচালক বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা ১৩ ও ১৪ তলায় পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
“তাদের চেষ্টায় আগুন ততোটা ছড়াতে পারেনি। শিগগিরই আগুন নিয়ন্ত্রণে আসবে বলে ধারণা করছি।”
ভবনের ১৩ তলায় বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের কার্যক্রম পরিচালিত হয় বলে জানান ওই কর্মকর্তা।
কেন্দ্রীয় ব্যাংকে আগুন লাগার খবর পেয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, গভর্নর ফজলে কবির দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।
শেয়ার করুন