দীপিকা-রণবীরের বেবি দুয়া: মায়ের চোখ নিয়ে ইন্টারনেটে ভাইরাল হচ্ছে ছবি
বিএনপির ভিশন ২০৩০ মাইলফলক, সরকার নার্ভাস
বিএনপি ঘোষিত ‘ভিশন-২০৩০’কে একটি মাইলফলক অভিহিত করে দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বিএনপির রূপকল্পে সরকার নার্ভাস হয়ে পড়েছে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানটির আয়োজন করে ‘ভাসানী অনুসারী পরিষদ’ নামের একটি সংগঠন।
মওদুদ আহমদ বলেন, ‘তারা (আওয়ামী লীগ) প্রথমেই বলল, বিএনপির ভিশন ২০৩০ অন্তঃসারশূন্য। মানে ভিশন পড়ার আগেই নাকচ করে দিলেন। আর এখন বলছেন, বিএনপির ভিশনের মধ্যে অনেক কিছু আছে যেগুলো প্রথমে আওয়ামী লীগ করেছে।’
বিএনপির ভিশন ২০৩০-কে একটি মাইলফলক অভিহিত করে দলটির অন্যতম নীতিনির্ধারক বলেন, ‘এই ভিশনের মধ্য দিয়ে দেশের মানুষের সঙ্গে বিএনপির একটি চুক্তি সম্পাদিত হয়েছে। এমন কোনো ক্ষেত্রে নেই, যা এই ভিশনে উল্লেখ করা হয়নি। ভিশনে বিএনপি অঙ্গীকারবদ্ধ।’
ভিশন ২০৩০-এ আগামী প্রজন্ম অনুপ্রাণিত হয়েছে, দাবি করে তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই আওয়ামী লীগের মতো ব্যবহার করবে না। কারণ, আওয়ামী লীগ একদলীয় শাসনব্যবস্থা চায়, আর বিএনপি একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না।’
বিএনপি প্রতিহিংসার রাজনীতি করবে না বলেও জানান দলটির এই নেতা।
দেশের মানুষ পরিবর্তন চায়, মন্তব্য করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘জনগণ আগামী নির্বাচনের মাধ্যমেই সেই পরিবর্তন ঘটাবে। বিএনপি ক্ষমতায় আসবে এবং নিশ্চয়ই ভিশন ২০৩০ বাস্তবায়ন করতে সক্ষম হবে।’
দেশে জবাবদিহিতার অভাবে দুর্নীতি বেপরোয়া মাত্রায় চলছে, অভিযোগ করে মওদুদ আহমদ বলেন, ‘প্রতিদিন সামাজিক অপরাধ সংগঠিত হচ্ছে। একটি জবাবদিহিতামূলক এবং জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠায় আগামীতে একদলীয় নির্বাচন হতে দেওয়া হবে না।’
সরকার সমঝোতায় না আসলে তীব্র আন্দোলন গড়ে তুলে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি আদায় করা হবে বলেও এ সময় হুঁশিয়ারি দেন মওদুদ আহমদ।
ভাসানী অনুসারী পরিষদের নির্বাহী চেয়ারম্যান অধ্যাপক ড. জসীম উদ্দিন আহমদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, সিনিয়র সাংবাদিক কাজী সিরাজ, মশিউর রহমান জাদু মিয়ার মেয়ে রিতা রহমান, প্রাক্তন ছাত্রনেতা আলী ঈমাম, আক্তার হোসেন, সাইফুদ্দিন আহমেদ মনি, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব রফিকুল ইসলাম বাবলু ও প্রচার সম্পাদক হান্নান আহমেদ খান বাবলু প্রমুখ।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
শেয়ার করুন