সিডনিতে হনুক্কা অনুষ্ঠানে ভয়াবহ সন্ত্রাসী হামলা, নিহত ১৬; দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নিরাপত্তা জোরদার
দুবাইয়ের ‘টর্চ টাওয়ারে’ ভয়াবহ আগুন
আরব আমিরাতের দুবাইয়ে ‘টর্চ টাওয়ার’ নামের একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গত দুই বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো এই বহুতল ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। শুক্রবার (৪ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, ৭৯ তলার ওই ভবনটির ওপরের দিক থেকে আগুনের শিখা ছড়িয়ে পড়ছে এবং ধ্বংসাবশেষ ভেঙে পড়ছে। ভবনটি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা।
তবে কী কারণে এই আগুনের সূত্রপাত তা এখনো পরিষ্কার করেনি কর্তৃপক্ষ। এক টুইটবার্তায় তারা জানায়, ‘টর্চ টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।’ এর আগে, ২০১৫ সালেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনটির অনেক ক্ষতি হয়েছিল।
এলএবাংলাটাইমস/আই/এলআরটি
News Desk
শেয়ার করুন