আপডেট :

        সিডনিতে হনুক্কা অনুষ্ঠানে ভয়াবহ সন্ত্রাসী হামলা, নিহত ১৬; দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নিরাপত্তা জোরদার

        হলিউড পরিচালক রব রাইনার ও স্ত্রী মিশেল লস এঞ্জেলেসের বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার

        ব্রাউন ইউনিভার্সিটিতে গুলির ঘটনায় ‘পার্সন অব ইন্টারেস্ট’ আটক, জানিয়েছে পুলিশ

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল বাড়ি, আহত ৬

        প্যানোরামা সিটিতে তিন গাড়ির সংঘর্ষে নিহত ৩, আহত ১

        ক্যালিফোর্নিয়ায় গ্রিন কার্ড আবেদনকারীকে সাক্ষাৎকারের সময় আটক করল আইসিই

        ক্যালিফোর্নিয়ার দাবানল: ভুক্তভোগীদের জন্য ৩৩.৯ বিলিয়ন ডলার সহায়তায় ট্রাম্পকে দ্রুত পদক্ষেপের আহ্বান নিউসমের

        অরেঞ্জ কাউন্টিতে বাইবেল স্টাডি নেতা গ্রেপ্তার: নাবালককে যৌন নির্যাতনের অভিযোগ

        ক্যালিফোর্নিয়ায় ধর্মীয় গোষ্ঠীর নেতা ও শীর্ষ সদস্য গ্রেপ্তার: নিখোঁজ সদস্যের হত্যার অভিযোগ

        ট্রাম্পের চাপ উপেক্ষা করে ইন্ডিয়ানা রিপাবলিকানদের ভোটিং মানচিত্র বাতিল

        প্যাসিফিক নর্থওয়েস্টে বন্যা, হাজারো মানুষ সরিয়ে নেওয়ার প্রস্তুতি

        ক্যালিফোর্নিয়ায় অভিবাসীদের দেয়া ১৭ হাজার বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স বাতিল

        মার্কিন ভিসামুক্ত দেশগুলোর পর্যটকদের পাঁচ বছরের সোশ্যাল মিডিয়া ইতিহাস জমা দেওয়ার প্রস্তাব

        ওয়ারেন কাউন্টির নারী ৪,২০০ ডলারের বেশি SNAP সুবিধা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার

        মার্কিন বিচার বিভাগের সিভিল রাইটস ডিভিশন ‘ধ্বংসের মুখে’—২০০’র বেশি সাবেক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ

        কেন্টাকি স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে শিক্ষার্থী নিহত, সন্দেহভাজন আটক

        যুক্তরাষ্ট্রে ১৯ দেশের অভিবাসন স্থগিত — আফগানদের জন্য অনিশ্চয়তা

        ট্রাম্প প্রশাসনে বড় পরিবর্তনের আভাস: নতুন বছরে বরখাস্ত হতে পারেন নোম, প্যাটেল ও হেগসেথ

        কোরিয়াটাউনে ভাড়াটিয়াদের গাড়ি টেনে নিয়ে পার্কিং স্থানে ঘর বানাতে চায় মালিক

        ট্রাম্প প্রশাসন জানুয়ারি থেকে ৮৫ হাজার ভিসা বাতিল করেছে: স্টেট ডিপার্টমেন্ট

ষোড়শ সংশোধনী নিয়ে শোরগোল, কোন পথে সমাধান?

ষোড়শ সংশোধনী নিয়ে শোরগোল, কোন পথে সমাধান?

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে ইস্যু করে বিচারবিভাগ, সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যে শোরগোল শুরু হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্টরা আইনি প্রক্রিয়ার মধ্যে থেকেই সমাধানের পথ খুঁজছেন।

রায় ঘোষণার পর সরকার ও ক্ষমতাসীন দল কিছুদিন নিরব থাকলেও ক্রমেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে মুখ খুলতে শুরু করেছেন। এতে বিচারবিভাগ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে শোরগোল সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা।

গত ৩ জুলাই প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বেঞ্চ সংবিধানে ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচারপতি অপসারণ করার ক্ষমতা জাতীয় সংসদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছিল, তা অবৈধ ঘোষণা করে রায় দেন। এরপর ১ আগস্ট ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। হাই কোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলও খারিজ করে দেন আদালত।

বাংলাদেশের প্রথম সংবিধানে উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে রাখা হয়েছিল। ১৯৭৫ সালে সংবিধানের চতুর্থ সংশোধনীর পর বিচারক অপসারণের ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সংবিধানের পঞ্চম সংশোধনীতে বিচারক অপসারণের বিষয় নিষ্পত্তির ভার দিতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হয়।

সংবিধানের পঞ্চম সংশোধনী আদালত অবৈধ ঘোষণা করার পর সরকার সংবিধানে পঞ্চদশ সংশোধনী আনলেও এতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধানে কোনো পরিবর্তন আসেনি। ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী আনা হয়। এতে আবারও বিচারক অপসারণের ক্ষমতা ফিরে পায় সংসদ। কিন্তু এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৪ সালের ৫ নভেম্বর হাই কোর্টে রিট আবেদন করেন ৯জন আইনজীবী। হাইকোর্ট প্রাথমিক শুনানির পর ২০১৪ সালের ৯ নভেম্বর রুল দেন। রুলে ওই সংশোধনী কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়। পরবর্তী সময়ে ২০১৬ সালের ৫মে হাইকোর্ট সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন। এর বিরুদ্ধেই আপিল করেছিলো রাষ্ট্রপক্ষ, যা চলতি বছর খারিজ করে দেন আদালত।

সংশ্লিষ্টদের মতে, ষোড়শ সংশোধনী বাতিলে আপিল বিভাগের দেওয়া রায় নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, ষোড়শ সংশোধনীর বিষয়ে রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পরই আমরা প্রতিক্রিয়া জানাব।

তিনি ৩ জুলাই শহীদ মিনারে প্রয়াত সঙ্গীতজ্ঞ করুণাময় গোস্বামীর মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে এক প্রশ্নের জবাবে একথা বলেন। অন্যদিকে এই রায়কে ঐতিহাসিক আখ্যায়িত করে স্বাগত জানায় রাজনৈতিক অঙ্গনের প্রতিপক্ষ বিএনপি। একইসঙ্গে এই রায়কে ইস্যু করে সরকারের পদত্যাগও দাবি করা হয়। রায়ের পূণাঙ্গ কপি পর্যবেক্ষণ করার পর রায় নিয়ে ক্ষুব্ধ ও জোরালো প্রতিক্রিয়া ব্যক্ত করে সরকার এবং আওয়ামী লীগ। ৭ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সমালোচনা করেন মন্ত্রীপরিষদ সদস্যরা। খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রায়ের সমালোচনা করে রায়ের বিপক্ষে জনমত গঠনের নির্দেশ দেন। রায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন নির্দেশনার পরই সরব হয়ে উঠেন সিনিয়র মন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা।

তবে, প্রধানমন্ত্রীর নির্দেশের আগেই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তার নির্বাচনী এলাকার এক অনুষ্ঠানে বলেন, ‘সংবিধানের ষোড়শ সংশোধনী আদালত যতবার বাতিল করবেন, সংসদে ততবারই নতুন করে এই সংশোধনী পাস হবে। সরকারের তিন সিনিয়র মন্ত্রী ও সরকারে থাকা দলের নেতারা রায় নিয়ে বুধবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে এই রায়ের সমালোচনা বক্তব্য রাখেন। ওইদিনই দলের পক্ষ থেকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সভাপতিম-লীর সদস্য ও প্রাক্তন আইনমন্ত্রী আবদুল মতিন খসরু ও আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম ষোড়শ সংশোধনী নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।  এছাড়াও প্রাক্তন প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এ বি এম খায়রুল হকও ষোড়শ সংশোধনীর রায় নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

বৃহস্পতিবার ষোড়শ সংশোধনীর রায়ের বিষয় নিয়ে একে একে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। আইনমন্ত্রী বলেন, ‘আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, মাননীয় প্রধান বিচারপতির রায়ে আপত্তিকর ও অপ্রাসঙ্গিক বক্তব্য আছে, সেগুলো এক্সপাঞ্জ করার উদ্যোগ আমরা নেব।’ আর আদালতের রায়ের বক্তব্য কীভাবে সরকার বাদ দিতে পারে, সে বিষয়ে কিছু উল্লেখ না করে আইনমন্ত্রী বলেন, ‘আমরা নিশ্চয়ই চিন্তা ভাবনা করছি যে, এই রায়ের রিভিউ করা হবে কি না? আমরা এখনো কোনো সিদ্ধান্তে উপনীত হইনি। কারণ, রায়ের খুটিনাটি বিষয়গুলো নিবিড়ভাবে পরীক্ষানিরীক্ষা করা হচ্ছে।

প্রসঙ্গত, ১ আগস্ট প্রকাশিত আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের পর্যবেক্ষণে প্রধান বিচারপতি এস কে সিনহা বাংলাদেশের রাজনীতি, জাতীয় সংসদ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সামরিক শাসন, নির্বাচন কমিশন, দুর্নীতি, সুশাসন ও বিচার বিভাগের স্বাধীনতাসহ বিভিন্ন বিষয়ে সমালোচনা করেন। তবে রায় নিয়ে সরকারের গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘গঠনমূলক সমালোচনার বাইরে গিয়ে যদি কেউ সমালোচনা করেন তাহলে বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হবে। সরকার বা বিরোধী দল কারও ফাঁদে পড়বো না। তাই গঠনমূলক সমালোচনা গ্রহণযোগ্য।’

এদিকে খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য কামরুল ইসলাম ঢাকা আইনজীবী সমিতি ভবনের জিল্লুর রহমান মিলনায়তনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আলোচনা সভায় প্রধান বিচারপতির অপসারণ দাবি করেছেন। আর সংসদে বিরোধী দল না হলেও রাজনৈতিক ময়দানের প্রধান বিরোধী দল বিএনপি বৃহস্পতিবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিচারপতি খায়রুল হকের বক্তব্যকে আমরা ধিক্কার জানাই। তিনি কৃতকর্মের জন্য কোন অনুশোচনা তো করেননি বরং একটি অন্যায়ের পক্ষে সাফাই গেয়েছেন। সংবিধানের ষোড়শ সংশোধনী সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বাতিল করেছেন।’

জন্মাষ্টমী উপলক্ষে বৃহস্পতিবার গণভবনে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তিনি (বঙ্গবন্ধু) যখন স্বাধীনতার ঘোষণা দিলেন.. তার পরপরই ইয়াহিয়া খান ২৬ মার্চ জাতীর উদ্দেশ্যে ভাষণ দেন। কই, ইয়াহিয়া তো জিয়াকে চাকরি থেকে বরখাস্ত করেননি। তার কথাও তো বলেননি। তিনি শুধু একজনের কথা বলেছিলেন, সেই একজন হলেন জাতির জাতির জনক। তাকে দোষারোপ করে পাকিস্তানের শত্রু হিসাবে ঘোষণা করেছিলেন। কাজেই এই সত্যটা যিনি উপলব্ধি করতে পারবেন না, তিনি আদৌ বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করের কি না, আমার সন্দেহ আছে।’

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত