ব্রাউন ইউনিভার্সিটিতে গুলির ঘটনায় ‘পার্সন অব ইন্টারেস্ট’ আটক, জানিয়েছে পুলিশ
ইউএনডব্লিউটিও’র দক্ষিণ এশীয় সভাপতি বাংলাদেশ
বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) এর দক্ষিণ এশিয়া অঞ্চলের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। চীনের চেংডুতে সংস্থার ২২তম অধিবেশনে বাংলাদেশকে দক্ষিণ এশীয় অঞ্চলের সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার (১১ সেপ্টেম্বর) চেংডু থেকে অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা ও স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার টেলিফোনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বলেছেন, ‘এটি পর্যটন খাতে বাংলাদেশের এগিয়ে যাবার একটি স্বীকৃতি যা এ শিল্পের সাথে সংশ্লিষ্ট সবাইকে আরো নিবিড়ভাবে কাজ করতে প্রেরণা যোগাবে।’
উল্লেখ্য, সোমবার থেকে শুরু হয়ে এ অধিবেশন ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। সম্মেলনে ৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করছে।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
News Desk
শেয়ার করুন