সিডনিতে হনুক্কা অনুষ্ঠানে ভয়াবহ সন্ত্রাসী হামলা, নিহত ১৬; দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নিরাপত্তা জোরদার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত, চেয়ারম্যান শাহীনুর ইসলাম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি ) পুনর্গঠন করা হয়েছে। এর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি শাহীনুর ইসলাম। এতদিন তিনি এই ট্রাইব্যুনালের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গত ১৩ জুলাই বিচারপতি আনোয়ারুল হকের মৃত্যুর পর ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদটি শুন্য ছিল।
এ ছাড়া ট্রাইব্যুনালে নতুন করে দুই সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত সদস্যরা হলেনতারা-বিচারপতি আমির হোসেন ও আবু আহমেদ জমাদার।
বুধবার (১১ অক্টোবর) আইন মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগের গেজেট প্রকাশ করা হয়।
ট্রাইব্যুনালে বিচারপতি শাহিনুরের সঙ্গে সদস্য হিসেবে থাকা মো. সোহরাওয়ার্দী হাই কোর্টে ফিরে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করায় তিনি সেখানে যাচ্ছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
News Desk
শেয়ার করুন