সিডনিতে হনুক্কা অনুষ্ঠানে ভয়াবহ সন্ত্রাসী হামলা, নিহত ১৬; দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নিরাপত্তা জোরদার
প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার
রাজশাহীর তানোরে ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার অভিযোগে রাশিদুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার রাতে ওই যুবককে গ্রেপ্তারের পর রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত রাশিদুল ইসলাম তানোর উপজেলার পাঁচন্দর ইউপি এলাকার লালপুকুর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে।
এ ব্যাপারে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, গত ১৩ অক্টোবর রাশিদুল ইসলাম তার নিজের নামে খোলা ফেসবুক পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর কথা লিখে পোস্ট করে। বিষয়টি এলাকার ফেসবুক ব্যবহারকারীসহ পাঁচন্দর ইউপি’র ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল গাফ্ফার দেখে গত ১৪ অক্টোবর রাতে বাদী হয়ে তানোর থানায় তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি মামলা করেন। এই মামলার ভিত্তিতে শনিবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এলএবাংলাটাইমস/এন/এলআরটি
News Desk
শেয়ার করুন