আপডেট :

        দেশের পশ্চিমাঞ্চলের চেয়ে পূর্বাঞ্চলে রেল দুর্ঘটনা বেশি ঘটছে

        সিরাজগঞ্জে মূলহোতাসহ ৫ প্রিজাইডিং অফিসার গ্রেপ্তার

        ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট আজ

        মাসজুড়ে টানা তাপপ্রবাহে নতুন রেকর্ড গড়েছে চলতি বছরের এপ্রিল মাস

        ৯৩ আসনের ভোটে আছেন অমিত শাহসহ নজরকাড়া সব প্রার্থী

        কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)

        দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আবারও লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে

        তীব্র গরমের সঙ্গে যুক্ত হয়েছে সীমাহীন লোডশেডিং

        ভারতের উত্তরাখণ্ডে ভয়াবহ দাবানল, ৫ জনের মৃত্যু

        গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হয়েছে হামাস

        ইসরায়েলে মার্কিন গোলাবারুদের একটি চালান থামাল বাইডেন প্রশাসন

        জো বাইডেন ‘গেস্টাপো প্রশাসন’ চালাচ্ছেন, অভিযোগ ট্রাম্পের

        বাংলাদেশি তরুণ উইন নিহতের ভিডিও প্রকাশ

        টাইটানিক সিনেমার অভিনেতা বার্নার্ড হিল মারা গেছেন

        অধ্যাপকের পাঁজরের ৯টি হাড় ও হাত ভেঙে দিয়েছে পুলিশ

        ব্রাজিলে বন্যায় ৭০ হাজার মানুষব্রাজিলে বন্যায় ৭০ হাজার মানুষ বাড়ি ছাড়া

        দুবাইয়ে সারা বছর লেগে থাকে পর্যটকদের ভিড়

        উচ্চ আদালতের নির্দেশে ভৌগোলিক নির্দেশক পণ্যের (জিআই) তালিকা প্রস্তুত

        সৌদি আরবে তেলের দাম বৃদ্ধি

        রাশিয়ায় বিমান হামলা, নিহত ৭

৭ মার্চের সমাবেশে নারীদের শ্লীলতাহানি

৭ মার্চের সমাবেশে নারীদের শ্লীলতাহানি

যৌন হয়রানির শিকার এক নারীর স্ট্যাটাস

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বুধবার ছিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা। এজন্য রাজধানী ও আশপাশের জেলাগুলো থেকে সোহরাওয়ার্দীগামী জনস্রোত ছিল চোখে পড়ার মতো। ঐতিহাসিক দিবসটিকে নামা আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে পথে ছিলেন শহরে যানজট, আবার কোথাও যানবাহন না থাকার দুর্ভোগে আটকে পড়া নগরবাসীও। এই ভিড়ের মধ্যেই রাজধানীর বাংলামোটর, শাহবাগসহ ছয়টি এলাকায় যৌন হয়রানির শিকার হয়েছেন কিছু নারী- এমন অভিযোগ উঠে এসেছে।  ইতোমধ্যে এমন অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালও।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ৭ মার্চের সমাবেশকে কেন্দ্র করে নারীদের শ্লীলতাহানির ভিডিও ফুটেজ হাতে এসেছে। ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না।

এদিকে ডেপুটি কমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমান বলেন, ইতোমধ্যে আমরা তদন্ত শুরু করেছি।

নারীনেত্রীরা বলছেন, এখনকার জমায়েতে আদর্শিক প্রকাশ নেই, বরং এক ধরনের হিরোইজমের প্রকাশ ঘটানোর প্রবণতা আছে। যার অংশ নারী নিপীড়ন।

অভিযোগকারী নারীরা বলছেন, নানা কাজে বাসা থেকে বের হয়ে রাস্তায় যৌন হয়রানির শিকার হয়েছেন। অশ্রাব্য ভাষায় গালি থেকে শুরু করে গায়ে বোতলের পানি ছিটিয়ে দেওয়া, বোতল ছুড়ে মারা এবং ঘিরে ধরে শারীরিকভাবে হেনস্তা করার মতো ঘটনা ঘটেছে। বেশিরভাগ ঘটনার সময় দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা। অভিযোগকারী নারীদের মধ্যে কেউ কেউ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অভিযোগ জানালেও অনেকে মৌখিকভাবে অভিযোগ করেছেন।

তারা বলছেন, বিভিন্ন উৎসব উদযাপনে ভিড়ের মধ্যে কিছু সুযোগসন্ধানী মানুষের মধ্যে এ ধরনের প্রবণতা লক্ষ্য করা গেলেও ফাঁকা রাস্তায় কিংবা জ্যামে দাঁড়িয়ে থাকা রাস্তায় একদল  জনসভাগামীদের হাতে এ ধরনের হেনস্তার ঘটনায় তারা স্তম্ভিত। এদিকে বুধবার সন্ধ্যা থেকেই নারীদের ওপর যৌন হয়রানির অভিযোগের খবর ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। বিভিন্ন ফেসবুক আইডি থেকে প্রকাশিত এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাগুলো সত্য নাকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক হয়রানির শিকার এক  কলেজছাত্রী বলেন, আমার সঙ্গে যা ঘটেছে তা আমি বলতে গেলে সেটা রাজনৈতিক কোনও দলের বিরুদ্ধে ভেবে নেওয়াটা দুর্ভাগ্যজনক। আমি তখন লজ্জায় কাঁদছি।  তার মধ্যেও আমার মনে হচ্ছিল, আমার দোষটা কী, কেন এরা আমার সঙ্গে এরকম করছে। আমি তাদের আটকাতে চেষ্টা করছিলাম, চিৎকার দিচ্ছিলাম। কিন্তু একজনও  এগিয়ে আসেনি। আমি দুঃখে কাঁদিনি, ঘেন্নায় কেঁদেছি। কোনোমতে বাসায় এসে আমি ফেসবুকে লিখেছি বটে কিন্তু তাতেও আসলে পরিস্থিতি বদলাবে না। পরিস্থিতি বদলানোর হলে এতদিন বদলাতো।

ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর ৭ মার্চ ও একটি রাজনৈতিক দলকে গালাগালি শুরু করায় ভুল বার্তা যাচ্ছে ভেবে পোস্টটি তুলে নেন এক অভিযোগকারী। পরে আরেকটি স্ট্যাটাস দিয়ে তিনি লেখেন, ‘ভালো আছি, সুস্থ আছি। পোস্টটা অনলি মি করেছি, কারণ, পোস্টটা রাজনৈতিক উস্কানিমূলকভাবে শেয়ার করা হচ্ছিল। আমি কোনও রাজনৈতিক উদ্দেশ্যে পোস্টটা দেইনি। প্লাস আমার কলেজকে জড়ানো হচ্ছিল এ ব্যাপারে। ব্যাপারটার সঙ্গে আমার কলেজের কোনও সম্পর্ক নাই।’

এক  নারী শিক্ষার্থী ফেসবুকে লিখেছেন, ‘হল থেকে বের হয়ে কোনও রিকশা পাইনি।  কেউ শাহবাগ যাবে না। হেঁটে শহীদ মিনার পর্যন্ত আসতে হয়েছে।  আর  পুরোটা রাস্তাজুড়ে ৭ মার্চ পালন করা দেশভক্ত সোনার ছেলেরা একা মেয়ে পেয়ে ইচ্ছামতো টিজ করছে।  নোংরা কথা থেকে শুরু করে যেভাবে পারছে টিজ করছে।’

বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন সালমা (ছদ্মনাম)। তিনি বলেন, ‘গাড়ি চন্দ্রিমা উদ্যান থেকে খামারবাড়ির দিকে যাওয়ার সময় সামনে দুই তিনটা ট্রাকভর্তি ছেলে স্লোগান দিতে দিতে যাচ্ছিল। রাস্তা ফাঁকা কিন্তু তাদের ট্রাক চলছিল ধীরগতিতে এবং আমার গাড়িকে কোনোভাবেই সাইড দিচ্ছে না। এক  দুইবার আমার গাড়ি তাদের পাশ কাটিয়ে যেতে চেষ্টা করতেই গাড়ির দিকে বোতল ছুড়ে মারতে থাকে তারা। আমার চালক জানালার কাচ নামানোর সঙ্গে সঙ্গে অশ্রাব্য গালি। তাদের বক্তব্য, আমার গাড়ি তাদের পেছন পেছন যেতে হবে।’

নারীনেত্রী খুশি কবীর বলেন, এখনও রাস্তায় এ ধরনের নিপীড়নের শিকার হচ্ছেন নারীরা, সেটা দুঃখজনক। জনসভায় যাওয়া ব্যক্তিরা রাস্তায় এরকম পরিস্থিতি ঘটানোর সাহস পায় কোথা থেকে? তারা নানাভাবেই একটা বার্তা দিতে চায়, নারীদের নিজেদের কাজে বের হতে তারা দেখতে চায় না। তারা প্রতিযোগী মনে করে দমানোর রাস্তা হিসেবে এই নিপীড়নকে বেছে নিচ্ছে এবং দলীয় আশ্রয় পাবে বলে ভেবে নিচ্ছে। আমি এই ঘটনার সঠিক তদন্ত ও বিচার চাই।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত