আপডেট :

        স্কাই স্পোর্টসের বর্ষসেরা দলে জায়গা পেলেন হামজা চৌধুরী

        খাদ্যে কেমিক্যাল ব্যবহার বন্ধের দাবি ফরিদা আক্তারের

        ১২ কোটি টাকার অবৈধ জাল-মাছ বোঝাই নৌকা জব্দ করল নৌবাহিনী

        ফেনীতে ৩০০ বছরের প্রাচীন বিরল প্রজাতির বৃক্ষের সন্ধান

        আন্দোলনের নতুন কেন্দ্র: শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল মোড়

        সাবেক স্ত্রী মারিয়া: সিদ্দিক ছেলের মন নিয়ন্ত্রণ করেছে

        মিডিয়াকে স্বৈরাচারের হাতিয়ার বললেন শফিকুল আলম

        পতিতদের পুনর্বাসনের বিরোধিতা জনগণের, বললেন তারেক

        সড়কে নেমে পাকিস্তানিদের আনন্দ, চলছে মিস্টি বিতরণ

        এক ঘণ্টার আল্টিমেটাম: আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে যমুনার দিকে মার্চ

        সান্তা আনা হাই স্কুলের সামনে সহপাঠীকে ছুরিকাঘাতে হত্যা: কিশোরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

        ২০২৬ সালের মধ্যে ক্যালিফোর্নিয়ায় গ্যাসের দাম ৭৫% বাড়বে, এই দাবি নিয়ে নিউজমের অফিসের তীব্র প্রতিবাদ

        কম্পটনের পার্কে ১২ বছরের শিশু গুলিবিদ্ধ হয়ে নিহত, বন্দুকধারী পলাতক

        উষ্ণতার রেকর্ড ভাঙল Woodland Hills ও Burbank, জানালো NWS

        ‘গালফ অব আমেরিকা’ নাম পরিবর্তন নিয়ে গুগলের বিরদ্ধে মামলা করল মেক্সিকো

        শ্বেতাঙ্গ আফ্রিকানারদের শরণার্থী হিসেবে গ্রহণের পরিকল্পনা নিয়ে দক্ষিণ আফ্রিকার সমালোচনা

        ডিএনসিসি: সমাবেশে স্প্রে ভেহিকেল নিয়ে অভিযোগ অবান্তর

        ভারতে ব্ল ক হলো বাংলাদেশের ৪ টিভি চ্যানেলের ইউটিউব

        শিক্ষকদের মিশ্র প্রতিক্রিয়ায় যশোর বোর্ডের প্রশ্নব্যাংক বন্ধ

        শিক্ষকদের মিশ্র প্রতিক্রিয়ায় যশোর বোর্ডের প্রশ্নব্যাংক বন্ধ

‘বন্দুকযুদ্ধ’ চলছেই, শনিবার নিহত আরও ১১ জন

‘বন্দুকযুদ্ধ’ চলছেই, শনিবার নিহত আরও ১১ জন

পুলিশ ও র‌্যাবের মাদকবিরোধী অভিযানে কথিত বন্দুকযুদ্ধে আরও ১১ জন নিহত হয়েছেন, যারা সবাই মাদক চোরাকারবারে জড়িত বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে টেকনাফ পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর একরামুল হকও রয়েছেন। শনিবার দিবাগত রাতের বিভিন্ন সময় তারা নিহত হন।

এর মধ্যে কক্সবাজার, চট্টগ্রাম, চাঁদপুর, ময়মনসিংহ, কুষ্টিয়া, খুলনা, বাগেরহাট, নোয়াখালী, ঠাকুরগাঁওয়ে একজন করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মারা গেছেন। আর মেহেরপুর ও ঝিনাইদহে দুইজন মারা গেছেন নিজেদের মধ্যে গোলাগুলিতে।

নিহত সবার বিরুদ্ধে মাদক আইনে মামলা আছে বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রতিটি বন্দুকযুদ্ধের কাহিনি একই রকম। কখনো গ্রেপ্তার ব্যক্তিকে নিয়ে মাদক উদ্ধার আবার কখনো মাদক কারবারিদের গ্রেপ্তারে অভিযান চালাতে গেলে মাদককারবারিরা চড়াও হয় আইনশৃঙ্খলা বাহিনীর উপর। এ সময় আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনী পাল্টা গুলি চালালে অভিযুক্ত ব্যক্তি নিহত হন। ঢাকাটাইমসের প্রতিনিধিদের পাঠানো খবর।

কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে টেকনাফ পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর একরামুল হক নিহত হয়েছেন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভূক্ত শীর্ষ মাদক কারবারি বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার দিবাগত রাত একটার দিকে টেকনাফের মেরিন ড্রাইভ রোডের মিঠাপানিরছড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন র‌্যাব কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর রুহুল আমিন। নিহত একরাম সাবেক পৌর যুবলীগের সভাপতি ছিলেন। তার বিরুদ্ধে মাদকের অসংখ্য মামলা রয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা।

চট্টগ্রাম
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রায়হান (৩৮) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। শনিবার রাত পৌনে একটার দিকে সন্দ্বীপ ফেরি ঘাটে এ ঘটনা ঘটে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোজাম্মেল হক জানান, সন্দ্বীপ ফেরি ঘাটে রায়হানকে ধরতে অভিযান চালানো হলে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। এতে রায়হান নিহত হন। নিহত রায়হান তালিকাভুক্ত মাদক বিক্রেতা। ঘটনাস্থল থেকে পুলিশ নিহত রায়হানের তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে।

কুষ্টিয়া
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া শহরের হাউজিং ডি ব্লক মাঠে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হালিম মন্ডল (৩৫) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। এতে পুলিশের চার সদস্য আহত হয়েছেন বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি শাটার গান, একটি পাইপ গান, তিন রাউন্ড গুলি ও আট শ  ইয়াবা উদ্ধার করার কথা জানিয়েছে কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন।

খুলনা
খুলনায় রাতে কথিত বন্দুকযুদ্ধে আবুল কালাম (৪০) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। দীঘলিয়া উপজেলার বারাকপুর সিদ্দিকপাশা খেয়া ঘাটে এ ঘটনা ঘটে। নিহত কালাম যশোরের অভয়নগরের ইছামতি গ্রামের কাইয়ুম মোল্লা ছেলে।

মেহেরপুর
মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া বাথানপাড়া মাঠে মাদক চোরাকারবারিদের দুই পক্ষের গোলাগুলিতে হাফিজুল ইসলাম ওরফে হাফি নামে একজন নিহত হয়েছেন।

রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার ও এক বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। নিহত হাফিজুর গাংনী সরকারি ডিগ্রি কলেজপাড়ার হারেজ উদ্দীনের ছেলে।

ঝিনাইদহ
ঝিনাইদহের শৈলকুপায় লিটন মোল্লা (৩৫) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। তিনি শেখপাড়া এলাকার হাকিম মোল্লার ছেলে। নিজেদের মধ্যে গোলাগুলিতে তার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে পুলিশ। রবিবার রাত দুইটার দিকে গোলাগুলিতে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।

বাগেরহাট
বাগেরহাটের চিতলমারীতে রাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মিটুল বিশ্বাস (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি শার্টারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে। নিহত মিটুল বিশ্বাস চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগুড়ি গ্রামের খোকা বিশ্বাসের ছেলে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকুল চন্দ্র সরকার ঘটনার সত্যতা  নিশ্চিত করে জানান, মিটুল বিশ্বাসের বিরুদ্ধে চিতলমারী থানায় নয়টি মাদকের, একটি হত্যা, তিনটি পুলিশের ওপর হামলার মামলাসহ মোট ২০টি মামলা রয়েছে। মিটুল পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী ও মাদক বিক্রেতা বলে দাবি করেন পুলিশের এ কর্মকর্তা।

চাঁদপুর
চাঁদপুরের মতলব দক্ষিণে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সেলিম নামে এব মাদক  বিক্রেতা নিহত হয়েছেন। শনিবার রাত পৌনে ৩টার দিকে মতলব দক্ষিণ থানা ও ডিবি পুলিশের একটি যৌথ দল চাঁদপুর মতলব সড়কের হাজীর ডোন এলাকায় অভিযান চালিয়ে সাত মাদক মামলার আসামি সেলিমকে গ্রেপ্তার করে। এ সময় সেলিমের সহযোগীরা পুলিশের উপর গুলি ও হামলা চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে সেলিম গুলিবিদ্ধ হলে তাকে মতলব স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঘটনার সময় চার পুলিশ আহত হয়েছেন। এছাড়া চার রাউন্ড গুলি, ছয় রাউন্ড কার্তুজ, ১১০ ইয়াবা ও দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

নোয়াখালী
নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন, তাকে ইয়াবা চোরাকারবারে জড়িত থাকার অভিযোগে দিনে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা বাহিনীটি। তার নাম মো. হাছান প্রকাশ। এলাকায় তিনি ইয়াবা হাছান নামে পরিচিত।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার বগাদিয়া ইজতেমা মাঠে এই ঘটনা ঘটে। নিহত হাছান সোনাইমুড়ী পৌরসভার বগাদিয়া মিয়া বাড়ির হানিফ মিয়ার ছেলে।

ময়মনসিংহ
ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কনস্টেবল হুমায়ুন ও কনস্টেবল আমির হামজা মারাত্মক আহত হন। শনিবার রাত দেড়টার দিকে নগরীর মরাখোলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১০০ গ্রাম হেরোইন, চারটি গুলির খোসা, দুটি রামদা ও ১০০ ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আশিকুর রহমান।

ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রফিকুল ইসলাম তালেবান নামে ৫১ বছর বয়সী এক মাদক কারবারি নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত দুইটার দিকে জেলার রাণীশংকৈল উপজেলার দুর্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল রানীশংকৈল উপজেলার ভরনিয়া (শিয়ালডাম্গী) গ্রামের হুমাউন কবিরের ছেলে।

শেয়ার করুন

পাঠকের মতামত