কিম জং উনকে নকল করে ঘুরে বেড়ান তিনি
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে চেহারার মিল থাকায় তাকে নকল করে দেশে দেশে ঘুরে বেরান এমন একজন মানুষ আছেন যাকে সবাই ড্রাগন কিম নামে চেনেন।
কিম জং উনের মতোই গুরুগম্ভীর চেহারা করে হাঁটেন, রাজসিক ভঙ্গিতে মানুষকে দেখে হাত নাড়েন। রাস্তায় পথ চলতি মানুষেরা হঠাৎ থমকে দাড়িয়ে যান কেউ কেউ।
রাস্তায় লোকজন তাকে দেখে অবাক হয়, মজাও পায়। অনেকেই আবার স্মার্ট ফোন বের করে ছবি তোলেন কেউ ভিডিও করেন, কেউ আবার সেলফি তুলতে চান। ব্যপারটি ড্রাগন কিম রীতিমত উপভোগ করেন।
এলএবাংলাটাইমস/টি/এলআরটি
News Desk
শেয়ার করুন