আপডেট :

        উডল্যান্ড হিলসে রহস্যজনক মৃত্যুর ঘটনা, তদন্ত শুরু করেছে পুলিশ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নারী কেন্দ্রিক ফায়ার একাডেমিতে নারীদের অগ্রগতি

        ওরেঞ্জ কাউন্টিতে ডাকাতির তদন্তে মিলল অবৈধ মাদক কারখানার সন্ধান

        ডাউনটাউন লং বিচে ভয়াবহ দুর্ঘটনা: ৬ জন হাসপাতালে ভর্তি

        ভ্যানকুভারে ফিলিপিনো উৎসবে গাড়ি হামলা: নিহত ৯, বহু আহত

        পোমোনার অটো বডি শপে কাউন্টি ও ফেডারেল এজেন্টদের অভিযান

        আরব সাগরে ভারতীয় নৌবাহিনী যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল

        ভারত ও পাকিস্তান নিয়ে আগ বাড়িয়ে কিছু করতে চাই না: পররাষ্ট্র উপদেষ্টা

        যেভাবে বুঝবেন হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছেন

        কানাডায় লাপু লাপু উৎসবে গাড়ি হামলায় নিহত ৯

        আজ সিলেট থেকে চালু হচ্ছে কার্গো ফ্লাইট

        আসছে কে-পপ 'সেভেন্টিনের' নতুন অ্যালবাম ‘হ্যাপি বার্স্টডে’

        দুধ–ভাত কি খাচ্ছেন?

        এ. কে. ফজলুল হকের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে

        ‘দম্ভ দেখানো’ তাওহীদ হৃদয়ের আবারও শাস্তি

        হজযাত্রীদের জন্য অ্যাপ ‘লাব্বাইক’ চালু করতে যাচ্ছে সরকার

        ভারত-পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে আবার গোলাগুলি

        জনসাধারণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ফ্যাসিবাদী শাসক পলায়নে বাধ্য হয়েছে: আলী রীয়াজ

        ‘হাফ প্যান্ট পরে আসলে আমার শ্বশুরের আত্মা কাঁপবে’- মৌসুমী চট্টোপাধ‍্যায়

        রোমাঞ্চকর লড়াইয়ে চ্যাম্পিয়ন হলো বার্সেলোনা

বিচার করতে হবে সব হত্যার : ফলকার টুর্ক

বিচার করতে হবে সব হত্যার : ফলকার টুর্ক


জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক ব‌লে‌ছেন, মব জাস্টিস কোনোভাবে গ্রহণযোগ্য নয়। প্রতিটি অপরাধের তদন্ত করতে হবে।

৩০ অক্টোবর বুধবার রাজধানীর এক‌টি হোটেল এক সংবাদ স‌ম্মেল‌নে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জুলাই-আগস্ট আন্দোলনের পর বাংলাদেশের অনেক স্থা‌নে মব জাস্টিস হ‌য়ে‌ছে। এ বিষ‌য়ে মানবাধিকার হাইকমিশনার বক্তব‌্য জান‌তে চাইলে হাইক‌মিশনার ব‌লেন, মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রতিটি অপরাধের তদন্ত করতে হবে।

আন্দোলনে পুলিশ মারার ঘটনায় দায়মুক্তির বিষয়ে টুর্ক বলেন, কোনো হত্যার দায়মুক্তি দেওয়া উচিত নয়। প্রতিটি হত্যার তদন্ত ও বিচার করতে হবে। না হ‌লে মানবা‌ধিকার প্রশ্নবিদ্ধ হয়।

ঢালাওভা‌বে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মামলার বিষয়ে টুর্ক বলেন, নিয়মতান্ত্রিকভাবে ছাড়া কোনও মামলা করা যায় না। এটি সুরাহা করা অত্যন্ত জরুরি। এই বিষয়ে একটি কমিশন গঠন করা হয়েছে। আগে যা করা হতো সেটির পুনরাবৃত্তি আমরা চাই না। ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সুষ্ঠু তদন্ত হওয়া দরকার।

তিনি বলেন, এটি গুরুত্বপূর্ণ যে কেবল আওয়ামী লীগের সদস্য বা সমর্থকসহ তাদের পূর্ববর্তী রাজনৈতিক সম্পৃক্ততার ভিত্তিতে ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয় না।

ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করে নিষিদ্ধ করার প্রস‌ঙ্গে হাইকমিশনার ব‌লেন, সন্ত্রাস আইন নিয়ে অনেক আলোচনা হয়েছে। এর ফলাফল কী হতে পারে, সেটি আমরা দেখেছি। দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ ক্ষেত্রে যারা ভিন্নমত পোষণকারী বা রাজনৈতিক ভিন্নমতাবলম্বী, তাদের সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করা হয়।

তিনি আরও বলেন, সাংবাদিক হত্যাসহ বেশকিছু সহিংসতার বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় মামলা দায়ের বা আইনি প্রক্রিয়া মানা হয়নি, যা উদ্বেগজনক। মনে রাখতে হবে যে অতীতের মত অন্যায় পুনর্বাসন করা যাবে না। সকলেরসঙ্গে আলোচনায় আমি এই নিশ্চয়তা দিয়েছি যে মানবাধিকার প্রতিষ্ঠা এবং সংস্কার প্রক্রিয়ায় জাতিসংঘ বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে।

জুলাই-আগস্ট আন্দোলনকে ঘিরে অনেক পুলিশ সদস্য নিহত হন। কিন্তু পুলিশ হত্যার বিষয়ে কোনো মামলা দায়ের হয়নি। মানবাধিকার প্রতিষ্ঠার জন্য কী পুলিশ হত্যার ঘটনার তদন্ত প্রয়োজন কিনা-এমন প্রশ্নের জবাবে হাইকমিশনার বলেন, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সকল হত্যার তদন্ত এবং বিচার হওয়া প্রয়োজন।

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয় খোলার বিষ‌য়ে টুর্ক ব‌লেন, আমার ইচ্ছা প্রতিটি দেশে অফিস খোলা। কিন্তু অর্থসংকটের কারণে এটি সম্ভব নয়। সেজন্য আমরা অগ্রাধিকার দেই কোথায় এটির সবচেয়ে বেশি প্রয়োজন।

দুই দি‌নের সফ‌রে সোমবার দিবাগত রা‌তে ঢাকায় আসেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক।

সব আনুষ্ঠানিকতা শে‌ষে বুধবার দিবাগত রা‌তে ঢাকা ছে‌ড়ে যা‌বেন ফলকার।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত