ওষুধ নয়, অস্ত্রোপচারও নয়: সহজ হাঁটার কৌশলেই আর্থ্রাইটিস ব্যথা কমাতে সাফল্য বিজ্ঞানীদের
দক্ষিণ লস এঞ্জেলেসে গুলিবর্ষণে আহত ৫ জন
ছবিঃ এলএবাংলাটাইমস
দক্ষিণ লস এঞ্জেলেসের ভারমন্ট নলস এলাকায় মঙ্গলবার বিকেলে গুলিবর্ষণের ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।
লস এঞ্জেলেস পুলিশ জানায়, স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের কিছু পর সাউথ ফিগুরোয়া স্ট্রিট ও ম্যানচেস্টার এভিনিউয়ের এক শপিং প্লাজায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে একজনকে আশঙ্কাজনক অবস্থায় পাওয়া যায়, দুজন গুরুতর আহত হন, আরেকজন সামান্য আঘাত পান। পঞ্চম আহত ব্যক্তি নিজে হাসপাতালে ভর্তি হন, তবে তার অবস্থা এখনও নিশ্চিত করা যায়নি।
পুলিশ জানায়, আহতদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী, যাদের বয়স ১৯ থেকে ৩৫ বছরের মধ্যে। ধারণা করা হচ্ছে, একাধিক হামলাকারী গুলি চালানোর পর পালিয়ে যায়। তবে কোনো সন্দেহভাজনের বর্ণনা পাওয়া যায়নি এবং এখনো হামলার কারণ স্পষ্ট নয়।
সাক্ষীরা জানিয়েছেন, তারা স্বয়ংক্রিয় অস্ত্রের মতো শব্দ শুনেছেন এবং একটি মার্কেটের সামনের পার্কিং লটে পাঁচজনকে পড়ে থাকতে দেখেছেন।
প্রাথমিকভাবে পুলিশ একজন নিহত হয়েছেন বলে জানালেও পরে তা সংশোধন করে জানায়, কেউ মারা যাননি।
লস এঞ্জেলেস পুলিশ প্রধান জিম ম্যাকডোনেল জানান, “আমরা প্রতিশোধমূলক হামলার শঙ্কায় থাকি। সম্ভাব্য গ্যাং চিহ্নিত হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সদস্যরা মোতায়েন হয় যাতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যায় এবং গোয়েন্দা তথ্য ব্যবহার করে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা যায়।”
এ ঘটনার নিন্দা জানিয়ে লস এঞ্জেলেসের মেয়র ক্যারেন বাস বলেন, “এটি ভয়াবহ এবং কোনোভাবেই সহ্য করা হবে না। আমি সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও পুলিশ প্রধানের সঙ্গে কাজ করছি যাতে ভবিষ্যতে এমন ঘটনা ঠেকানো যায়। পুলিশ দক্ষিণ লস এঞ্জেলেসে উপস্থিতি বাড়াবে এবং সহিংসতা প্রতিরোধকর্মীরা উত্তেজনা কমাতে কাজ করছেন। আমরা সবাই শান্তির আহ্বান জানাই।”
এ ঘটনার বিষয়ে যাদের কাছে তথ্য আছে তাদের লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের ১-৮৭৭-৫২৭-৩২৪৭ নম্বরে যোগাযোগ করতে অথবা গোপনে লস এঞ্জেলেস রিজিওনাল ক্রাইম স্টপারসের ১-৮০০-২২২-৮৪৭৭ নম্বরে কিংবা lacrimestoppers.org ওয়েবসাইটে জানাতে অনুরোধ করা হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
শেয়ার করুন