আপডেট :

        নগদে ভাড়া নেওয়ার সুযোগ দিল উবার, চালকদের উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হোম ডিপো থেকে কোটি ডলারের পণ্য চুরি, ১৪ জন গ্রেপ্তার

        ওষুধ নয়, অস্ত্রোপচারও নয়: সহজ হাঁটার কৌশলেই আর্থ্রাইটিস ব্যথা কমাতে সাফল্য বিজ্ঞানীদের

        জাতিসংঘে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আন্তর্জাতিক বৈজ্ঞানিক পরিষদ গঠনের উদ্যোগ

        সনাতন ধর্মীয় তীর্থস্থানে উসকানি প্রতিরোধে প্রশাসনকে নির্দেশ

        বিজরীর প্রতিধ্বনি: নজরুলের গানে নারীর স্বাধীনতার স্বর

        পোষা বিড়ালের মায়া: একাকী মুহূর্তে সত্যিকারের সঙ্গী

        পোষা বিড়ালের মায়া: একাকী মুহূর্তে সত্যিকারের সঙ্গী

        মোদি-ট্রাম্পের বন্ধুত্ব ভেঙে পড়ল: 'অত্যন্ত ভয়ংকর' বলে ট্রাম্পের তিরস্কার, ভারতে রাজনৈটিক ঝড়!

        হিজাব নিয়ে বিতর্কে ভিকারুননিসার শিক্ষিকা বরখাস্ত, তদন্তের প্রতিশ্রুতি

        প্রেমের গল্পে নতুন অধ্যায়: টেলর সুইফট-কেলসের বাগদানে উচ্ছ্বাস!

        ডাচ ক্রিকেট দলে নতুন মুখ: সিলেটে বাংলাদেশ সিরিজের জন্য তিন পরিবর্তন

        শহীদ আবু সাঈদ হত্যা মামলায় আজ থেকে আনুষ্ঠানিক বিচার শুরু

        অস্ট্রেলিয়ার সিদ্ধান্তকে 'দুর্বল নেতৃত্বের ফল' বলে আখ্যায়িত করল ইরান

        দক্ষিণ লস এঞ্জেলেসে গুলিবর্ষণে আহত ৫ জন

        ট্রাম্পের ঘোষণা: ওয়াশিংটন ডিসির খুনের মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করা হবে

        ক্যালিফোর্নিয়ার অ্যাকটনে গাড়ির ভেতরে দুইজনের মরদেহ উদ্ধার

        মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের জয়: ৩৭% শ্রমিক বাংলাদেশি

        স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘কেজিএফ’ অভিনেতা দিনেশ মাঙ্গালোর

        সাকিবের মনের শান্তি: পরিবারের সঙ্গে কাটানো সময়

‘ফ্রি প্যালেস্টাইন’ ব্যানারে চটলেন ফরাসি মন্ত্রী

‘ফ্রি প্যালেস্টাইন’ ব্যানারে চটলেন ফরাসি মন্ত্রী

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে বিশাল 'ফ্রি প্যালেস্টাইন' ব্যানার উন্মোচন করেছেন প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) ফুটবল সমর্থকরা। স্থানীয় সময় বুধবার (৬ নভেম্বর) পার্ক দেস প্রিন্সেস স্টেডিয়ামে কিক অফের আগে প্যারিস আল্ট্রাস কালেক্টিভের (সিইউপি) হার্ড-কোর ফ্যান গ্রুপ ব্যানারটি উন্মোচন করে।

এদিকে, এ ঘটনার বেশ ক্ষুব্ধ হয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেইলেউ। তিনি বলেছেন, ক্লাবের কাছে এ নিয়ে 'ব্যাখ্যা' চাইবেন।


9
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেইলেউ। ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (৭ নভেম্বর) একটি রেডিওকে ব্রুনো রেটেইল বলেন, আমি জানতে চাই, কীভাবে এই ব্যানারটি উত্তোলন করা হলো। প্যারিসের পুলিশ প্রধান (লরেন্ট নুনেজ) ঘটনার ব্যাখ্যা দিয়েছেন। আমরা বেশ কিছু বিষয়ে একমত হয়েছি, কিন্তু জবাবদিহিতা দাবি করছি।


তবে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, তারা পিএসজির বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেবে না।

উয়েফার এক মুখপাত্র বলেন, শৃঙ্খলা ভঙ্গের কোনো মামলা হবে না। কারণ যে ব্যানারটি উড়িয়েছে, তা 'উস্কানিমূলক বা অপমানজনক' বলে বিবেচিত হতে পারে না।

88
পিএসজি সমর্থকদের ‘ফ্রি প্যালেস্টাইন’ ব্যানার। ছবি: সংগৃহীত

প্যারিসে উয়েফা নেশন্স লিগের ম্যাচে ফ্রান্স ইসরায়েলকে আতিথ্য দেওয়ার ৮ দিন আগে এই ঘটনা ঘটলো।

দর্শক গ্যালারিতে দেখানো ব্যানারটি ৫০ মিটার চওড়া ও ২০ মিটার উঁচু ছিল। পিএসজির গোলবারের পেছনের দুই স্তরে ছড়িয়ে থাকা ব্যানারটিতে ফিলিস্তিনি ও লেবাননের পতাকার কেন্দ্রস্থলে অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদের ছবি আঁকা রয়েছে।

ব্যানারে একটি বার্তাও ছিল। সেটি হলো- 'মাঠে যুদ্ধ, কিন্তু বিশ্বে শান্তি।' এতে ফিলিস্তিনের ঐতিহাসিক মানচিত্রও দেখানো হয়েছে।

ম্যাচ চলাকালীন সমর্থকরা আরেকটি বার্তা উন্মোচন করেন, যাতে লেখা ছিল: 'গাজায় একটি শিশুর জীবন কি অন্য শিশুর চেয়ে কম অর্থবহ?'

এদিকে জার্মান মন্ত্রী রিটেলিউ এক্স-বার্তায় লিখেছেন, 'আমি পিএসজিকে নিজেদের এবং ক্লাবগুলোকে ব্যাখ্যা দিতে বলব এটা নিশ্চিত করতে যে, রাজনীতি যেন খেলাধুলার ক্ষতি না করে, যা সবসময় ঐক্যের উৎস হিসেবে থাকতে হবে।'

222
পিএসজি সমর্থকদের ‘ফ্রি প্যালেস্টাইন’ ব্যানার। ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, 'যদি এমন ঘটনা আবারও ঘটে, তাহলে যেসব ক্লাব নিয়ম প্রয়োগ করে না, তাদের জন্য ব্যানার নিষিদ্ধ করার বিষয়টি আমাদের বিবেচনা করতে হবে।'

অপরদিকে ম্যাচ শেষে এক বিবৃতিতে পিএসজি জানায়, এ ধরনের বার্তা দেওয়ার কোনো পরিকল্পনা সম্পর্কে তারা অবগত ছিল না।

তবে ফরাসি মন্ত্রীর এমন মন্তব্যের পর পিএসজির সঙ্গে যোগাযোগ করে আল জাজিরা। ক্লাবের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

গত বছর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচে সমর্থকরা ফিলিস্তিনের পতাকা নাড়ানোয় স্কটিশ প্রিমিয়ার লিগের ক্লাব সেল্টিককে ১৯ হাজার ডলার জরিমানা করা হয়েছিল। ক্লাবের সমর্থকরা ফিলিস্তিনি পতাকা উড়ানোর ক্ষেত্রে আগের নিষেধাজ্ঞা অমান্য করেছিল বলে জানানো হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের গণহত্যায় অন্তত ৪৩ হাজার ৩৯১ জন ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ২ হাজার ৩৪৭ জন আহত হয়েছেন। গাজার যুদ্ধ লেবাননে ছড়িয়ে যাওয়ার পর সেখানেও ইসরায়েলি হামলায় অন্তত ৩ হাজার ৫০ জন নিহত ও ১৩ হাজার ৬৫৮ জন আহত হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত