লস এঞ্জেলেসে পাশ হলো পাইলট গ্যারান্টেড ইনকাম প্রোগ্রাম
লস এঞ্জেলেসে পাশ হলো পাইলট গ্যারান্টেড ইনকাম প্রোগ্রাম
লস এঞ্জেলেস কাউন্টিতে বোর্ড অব সুপারভাইজারদের ভোটে পাশ হলো পাইলট গ্যারান্টেড ইনকাম প্রোগ্রাম। ৪-১ ভোটে প্রস্তাবনাটি পাশ হয়েছে।
এই প্রোগ্রামের আওতায়, তিন বছর ১ হাজার বাসিন্দাকে ১ হাজার ডলার করে দেওয়া হবে।
বোর্ড অব সুপারভাইজারের সদস্য ক্যাথরিন বার্জার এই প্রোগ্রামের বিরুদ্ধে ভোট দেন। তিনি বলেন, এই প্রোগ্রাম নিয়ে পর্যাপ্ত গবেষণায় অভাব রয়েছে আর সম্ভাব্য জালিয়াতির ঘটনা হওয়ার শঙ্কাও রয়েছে।
সুপারভাইজার হলি মিচেল ও শেইলা কুয়েহল এই প্রস্তাবনাটি উত্থাপন করেন। তারা বলেন, দারিদ্র্যতা ও অর্থনৈতিক সুবিধা একটি পাবলিক হেলথ ইস্যু। সম্পদের তারতম্য ঘুচাতে এই বিষয়ে স্ট্র্যাটেজিক পরিকল্পনা নেওয়া উচিত।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন