টিকাদান কর্মসূচির অগ্রগতি: স্বস্তিতে ক্যালিফোর্নিয়া
ছবি: এলএবাংলাটাইমস
ক্যালিফোর্নিয়ার অন্তত দুই-তৃতীয়াংশ বাসিন্দা অন্তত এক ডোজ টিকা হলেও গ্রহণ করেছেন। টিকাদান কর্মসূচির এই অগ্রগতির কারণে স্বস্তি ফিরেছে ক্যালিফোর্নিয়ায়। খুব দ্রুতই মাস্ক ব্যবহারের মতো স্বাস্থ্যবিধিগুলো শিথিল হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে।
স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, টিকাদান কর্মসূচির এই অগ্রগতির ফলে কমিউনিটিভিত্তিক ইমিউনিটি খুব দ্রুতই গড়ে উঠবে। যেটি করোনার সম্ভাব্য নির্মূলে ভূমিকা রাখতে পারবে।
ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্যমতে, ১৮ বছর ও এর বেশি বয়েসীদের মধ্যে ৬৭ দশমিক ১ শতাংশ জনগণ
অন্তত এক ডোজ টিকা হলেও গ্রহণ করেছেন।
ফেডারেল ডাটা অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার টিকাদান কর্মসূচি শুরুতে ধীর গতিতে চললেও বর্তমানে ১১ নাম্বার অবস্থানে আছে এর অগ্রগতি। এই অঞ্চলের অন্তত ৬০ শতাংশ বাসিন্দা টিকা গ্রহণ করেছেন।
টিকাদানের অগ্রগতিতে সবচেয়ে এগিয়ে রয়েছে ভেরমন্ট (৭৮ দশমিক ৪ শতাংশ), এরপরে আছে হাওয়াই (৭৬ দশমিক ৬ শতাংশ) এবং তিন নাম্বারে রয়েছে মাসাচুসেটস (৭৫ দশমিক ৭ শতাংশ)।
তবে বড় রাজ্যগুলোর মধ্যে ক্যালিফোর্নিয়ার টিকা প্রদান কার্যক্রম বেশ এগিয়ে আছে। পেনসিলভেনিয়া রাজ্যে ৬৭ দশমিক ৮ শতাংশ, নিউ ইয়র্কের ৬৪ দশমিক ৪ শতাংশ, ফ্লোরিডায় ৫৬ দশমিক ৬ শতাংশ ও টেক্সাসে ৫৪ দশমিক ৩ শতাংশ বাসিন্দাকে টিকা প্রদান সম্পন্ন হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন