ক্যালিফোর্নিয়ায় জুন থেকে মানতে হবে না সামাজিক দূরত্ব
ছবি: এলএবাংলাটাইমস
ক্যালিফোর্নিয়ায় আগামী জুন মাসের ১৫ তারিখের পর থেকে করোনা স্বাস্থ্যবিধি নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব মেনে চলতে হবে না।
শুক্রবার (২১ মে) ক্যালিফোর্নিয়া স্বাস্থ্য বিভাগের এক শীর্ষ কর্মকর্তা এই কথা জানান।
স্টেট হেলথ ডিরেক্টর ড. মার্ক ঘ্যালি বলেন, যেভাবে নাটকীয়ভাবে করোনার সংক্রমণ কমছে এবং টিকা দেওয়ার হার বাড়ছে, এভাবে চললে আগামী মাস থেকেই প্রায় সব বিধিনিষেধ উঠে যেতে পারে।
ঘ্যালি বলেন, 'জুন ১৫ তে ক্যালিফোর্নিয়ায় খুব গুরুত্বপূর্ণ কিছু ঘটবে'।
তিনি বলেন, 'আমরা এখন পর্যবেক্ষণ করছি এবং প্রত্যক্ষ করছি। ক্যালিফোর্নিয়া এমন একটি স্থান হয়েছে যেটি এখন ব্লু-প্রিন্টের বাইরে যেতে পারে'।
ক্যালিফোর্নিয়ায় চার স্তরের কালার কোড ব্যবহার করা হয়। কালার কোড অনুসারে সকল কাউন্টির সংক্রমণের হার বিবেচনা করা হয়।
ড. মার্ক ঘ্যালি বলেন, 'একটি প্রতিষ্ঠানে কতোজন একত্রে হতে পারবে, যেটি সেফটি প্ল্যানের প্রধান অংশ, সেটি তুলে দেওয়া হবে। সেই সাথে সামাজিক দূরত্ব মেনে চলার নিয়ম উঠে যাবে৷ কতোজন গ্রাহক ও কর্মী থাকবে সেটির বাধ্যবাধকতাও উঠে যাবে'।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন