ক্যালিফোর্নিয়ায় বয়স্কদের সাথে প্রতারণা: হাতিয়ে নিয়েছে ৫ মিলিয়ন
ছবি: এলএবাংলাটাইমস
ক্যালিফোর্নিয়ায় বয়স্কদের সাথে প্রতারণা করে পাঁচ মিলিয়ন ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগে ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এদের মধ্যে প্রায় সবাই ফিলিপিনো বংশোদ্ভূত।
শুক্রবার (২০ মে) এই অভিযোগ দায়ের করেছে ক্যালিফোর্নিয়া অ্যাটর্নি জেনারেল অফিস।
অ্যাটর্নি জেনারেল রব বন্টা বলেন, ১৫ জন ব্যক্তি সেক্রেমেন্টো ও স্টকটন এলাকার প্রায় ৩০ জন ব্যক্তির সাথে রিসোর্ট বানানোর নাম করে প্রতারণা করেছে।
জানা যায়, ১৫ জন ব্যক্তি ফিলিপাইনে রিসোর্ট তৈরি করা হচ্ছে প্রতিশ্রুতি দিয়ে অর্থ হাতিয়ে নেয়। এটিকে তারা আন্তর্জাতিক রূপ দেওয়ার প্রতিশ্রুতি দেয়৷
কিন্তু আদতে ফিলিপাইনে কোনো রিসোর্ট তৈরি করা হয়নি এমনকি রিসোর্ট তৈরির কাজও শেষ হয়নি৷ এই রিসোর্ট থেকে কোনো আয়ও হয়নি।
অভিযুক্তদের পক্ষে কোনো আইনজীবী আছে কী না, সেটি এখনো জানা যায়নি।
অ্যাটর্নি জেনারেল অফিস জানায়, ২০১৫ সালের পর থেকেই গ্রুপ সেল প্রেজেন্টেশনের নাম করে বিনিয়োগকারীদের থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিলো কয়েকজন।
৮৩ বছরের এক ব্যক্তি ২ লাখ ৩০ হাজার ডলার বিনিয়োগ করে। এছাড়া ৮৪ বছরের আরেক ব্যক্তি ৫ লাখ ডলার বিনিয়োগ করে।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন