ক্যালিফোর্নিয়ায় চালকহীন গাড়ি সড়কে নামবে শীঘ্র
ছবি: এলএবাংলাটাইমস
ক্যালিফোর্নিয়া রাজ্যের ফ্রিমন্ট এবং মিলপিটাসের বাসিন্দারা খুব শীঘ্রই চালকহীন গাড়ি সড়কে দেখতে পাবে।
দ্য ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব মোটর ভেহিকেল ফ্রিমন্ট ভিত্তিক পনি.এআইকে শুক্রবার (২০ মে) ফ্রিমন্ট, মিলপিটাস এবং ইরভিন এলাকায় চালক বিহীন গাড়ির পরীক্ষার অনুমোদন দিয়েছে।
এর আগে ২০১৭ সাল থেকে অটোনমাস ভেহিকেল টেস্টের অনুমতি দেওয়া হউ পনি.এআইকে। নতুন অনুমোদনে ছয়টি অটোনমাস ভেহিকেল টেস্ট করা সম্ভব হবে।
চালকহীন গাড়ির টেস্টিং পারমিট পেতে প্রয়োজন হয়-
১) ৫ মিলিয়ন ডলারের ইন্সুরেন্স অথবা বন্ড এর প্রয়োজন হবে।
২) চালকহীন গাড়িগুলো চালক ছাড়া চলতে সক্ষম এমন প্রমাণ থাকতে হবে৷ এসএই লেভেল ৪ বা ৫ থাকতে হবে।
৩) স্থানীয় সরকারকে টেস্ট ড্রাইভ বিষয়ে জানাতে হবে।
৪) যে যান দিয়ে টেস্ট করা হচ্ছে, সেটি সম্পর্কে অব্যাহতভাবে তথ্য সংগ্রহ ইত্যাদি।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন