লস এঞ্জেলেসের ৩৫ হাজার শিক্ষার্থী পাবে ৫০ ডলার
ছবি: এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্টের ৩৫ হাজার ফার্স্ট গ্রেডার শিক্ষার্থীকে তাদের নামে খোলা সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে ৫০ ডলার করে দেওয়া হবে।
লস এঞ্জেলেস সিটি কাউন্সিলের প্রেসিডেন্ট নুরি মার্টিনেজ বলেন, 'অপরচুনিটি এলএ' প্রোগ্রামের আওতায় এই অ্যাকাউন্টগুলো খুলে অর্থ দেওয়া হবে।
মূলত হাই স্কুল পাশ করার পর কলেজ অথবা ভোকেশনাল ট্রেনিং এর জন্য অর্থের প্রয়োজন হয় শিক্ষার্থীদের। সেই পরিকল্পনা থেকেই এই অর্থ প্রদান করা হবে।
নুরি মার্টিনেজ বলেন, 'যেসব শিক্ষার্থী হাই স্কুল থেকে অর্থ সঞ্চয় শুরু করে, তাদের কলেজে যাওয়ার হার অন্যান্যদের থেকে তিনগুণ বেশি আর গ্র্যাজুয়েট হওয়ার হার ৪ গুণ বেশি'।
তিনি বলেন, 'তবে সমস্যা হচ্ছে ৪০ শতাংশ পরিবার এর কাছে ৪০০ ডলার সঞ্চয়ও নেই। কলেজে ভর্তি হওয়ার জন্য সঞ্চয় তো আরো দূরের বিষয়'।
ক্যালিফোর্নিয়া স্টুডেন্ট এইড কমিশন এই অর্থ প্রদান করবে৷ মেয়র এরিক গারসেটি ঘোষিত বাজেট এবং নুরি মার্টিনেজের ১ মিলিয়ন ডলার রিইনভেস্টমেন্ট ফাণ্ডিং প্রোগ্রামের আওতায় এই অর্থ প্রদান করা হবে।
প্রথমত শিক্ষার্থী ও তাদের পরিবারকে অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস দেওয়া হবে।
সেখানে পরিবার অর্থ ডিপোজিট করতে পারবে। হাই স্কুল পাশ করার পর পরবর্তী শিক্ষাজীবনের জন্য এই অর্থ ব্যয় করতে হবে।
শিক্ষার্থীদের তাদের পরিবারের অর্থনৈতিক এবং সামাজিক অবস্থা বিবেচনা না করেই এই অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন