মশাদের স্বর্গ লস এঞ্জেলেস!
ছবি: এলএবাংলাটাইমস
মশাদের অভয়ারণ্য হয়ে উঠেছে লস এঞ্জেলেস। কিংবা মশাদের স্বর্গ লস এঞ্জেলেস বললেই বাড়িয়ে বলা হবে না।
সম্প্রতি এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের শহর গুলোর মধ্যে সবচেয়ে বেশি মশার উপদ্রব এখন লস এঞ্জেলেসে।
পেস্ট কন্ট্রোল কোম্পানি অরকিনের জরিপে দেখা গেছে, আটলান্টাকে পিছনে ফেলে এবার মশাদের শহর হয়ে উঠেছে লস এঞ্জেলেস। এর আগে বেশ কয়েক বছর সবচেয়ে বেশি মশার উপদ্রব ছিলো আটলান্টায়।
মশার উপদ্রবের দিক থেকে প্রথম পাঁচটি শহর হচ্ছে- লস এঞ্জেলেস, আটলান্টা, ওয়াশিংটন ডিসি, ডালাস ও শিকাগো।
এছাড় নতুন করে তালিকায় যুক্ত হয়েছে আরো তিন শহরের নাম। সেগুলো হলো- সিয়াটল, সান দিয়েগো এবং ফ্র্যান্সো।
অরকিন জানায়, ৬৮ ডিগ্রী ও এর বেশি তাপমাত্রায় মশারা সবচেয়ে 'কার্যকর' থাকে। মশাদের জনন সময় হচ্ছে মে মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন