মেমোরিয়াল ডে'র ছুটিতে ঘুরে আসুন স্যান বার্নার্ডিনো কাউন্টি মেলায়
ছবি: এলএবাংলাটাইমস
স্যান বার্নার্ডিনো কাউন্টিতে 'মেমোরিয়াল ডে' বা 'স্মরণ দিবস' উপলক্ষ্যে প্রতি বছর একটি মেলার আয়োজন করা হয়। গত ৭৫ বছর ধরে এই মেলার ঐতিহ্য শুরু হয়েছে। তবে গত বছর করোনার ফলে মেলাটি বাতিল হয়।
এই বছর আবারো ৭৪তম বারের মতো আয়োজন করা হচ্ছে 'স্যান বার্নার্ডিনো কাউন্টি ফেয়ার'। এবারে মেলার প্রতিপাদ্য হলো 'রি-ইউনাইট এট দ্যা এসবিসি ফেয়ার'। ভিক্টরভিল গ্রাউন্ডে এই মেলার আয়োজন করা হয়েছে।
তবে এবারের মেলাটি অন্যান্য বছরের গতানুগতিক মেলা থেকে কিছুটা ভিন্ন হবে বলে জানায় কর্তৃপক্ষ।
স্যান বার্নার্ডিনো কাউন্টি ফেয়ারগ্রাউণ্ডের সিইও জেনিফার মনটের বলেন, 'এটি সীমিত আকারে পালন করা হবে'।
তিনি বলেন, 'লাইভ মিউজিকের ব্যবস্থা থাকবে। সেই সাথে ফুড ভেন্ডর থাকবে, কেনাকাটার জন্য স্টলও থাকবে'।
মেলাটি ২৯ তারিখ শনিবার থেকে শুরু হয় টানা তিন সাপ্তাহিক ছুটি পর্যন্ত চলবে। প্রতিবারের মতোই মোবাইল ফোনের মাধ্যমে টিকিট ক্রয় করা যাবে।
১১ বছরের কম বয়েসীদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০ ডলার এবং এর কম বয়েসী শিশুদের জন্য মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ ডলার।
মেলা চলাকালীন মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার মতো করোনা স্বাস্থ্যবিধি বজায় রাখতে হবে৷
টিকিট কিনতে ভিজিট করুন-
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন