ক্যালিফোর্নিয়ায় বাড়ছে গরম, হতে পারে দাবানল
ছবি: এলএবাংলাটাইমস
সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় বাড়ছে গরম। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, সাউদার্ন ক্যালিফোর্নিয়ার আবহাওয়া আগামী কয়েকদিন শুষ্ক, ঝড়ো এবং উষ্ণ থাকবে।
শুষ্ক ও ঝড়ো বাতাসের কারণে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলেও জানায় আবহাওয়া দপ্তর।
সাউদার্ন ক্যালিফোর্নিয়ার অঞ্চল যেমন ইন্টেরয়ির ভ্যালি, মরুভূমি ও পার্ব্যত্য অঞ্চলগুলোয় এমন আবহাওয়া বিরাজ করবে৷ এমন আবহাওয়ায় দাবানলের বেশ ঝুঁকি রয়েছে।
এমন উষ্ণ এবং ঝড়ো আবহাওয়ায় খুব সহজেই আগুনের সূত্রপাত ঘটে বলে জানায় আবহাওয়া দপ্তর।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সাউদার্ন ক্যালিফোর্নিয়ার কিছু অঞ্চলে তাপমাত্রা ১০০ ডিগ্রী ও তার বেশি অনুভূত হবে।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন