লস এঞ্জেলেসে বন্দুকধারীর গুলিতে ২ জনের মৃত্যু, আহত ১
ছবি: এলএবাংলাটাইমস
সাউথ লস এঞ্জেলেসে বন্দুকধারীর গুলিতে ১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরেকজন।
সোমবার (৩১ মে) ভোররাতে একটি ভিড়ের মধ্যে এই গুলিবর্ষণের ঘটনাটি ঘটে।
লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট সূত্র জানায়, ফ্লোরেন্স ফায়ারস্টোন এরিয়ার ৬৬০০ ব্লকে এই বন্দুক হামলার ঘটনা ঘটে। রোববার দিবাগত রাত ১টার দিকে ডেপুটিরা গোলাগুলির খবর শুনতে পান।
শেরিফ ডিপার্টমেন্ট হোমিসাইড ব্যুরোর লেফটেন্যান্ট চার্লস কালডেরারো বলেন, ঘটনাস্থলে যেয়ে এক ব্যক্তিকে শরীরের উপরিভাগে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার আগেই ওই ব্যক্তির মৃত্যু ঘটে। আহত অবস্থায় অপর আরেক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
আহত ব্যক্তির বয়স ২১ বছর। তার জীবনের শঙ্কা নেই বলে জানায় কর্তৃপক্ষ।
পরবর্তীতে ২৩ বছর বয়েসী আরেক ব্যক্তির মৃত্যুর খবর জানতে পারে পুলিশ। নিকটস্থ হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় তার মৃত্যু হয়। গোলাগুলির ঘটনার সাথে এই মৃত যুবকের যোগসূত্র আছে বলে ধারণা করছে পুলিশ৷
কোনো বাকবিতণ্ডার জেরে এই বন্দুক হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশ জানিয়েছে। সাদা সাডেন গাড়িতে করে এসে আততায়ীরা ২০ জনের মতো জমায়েত বাসিন্দার উপর গুলি চালায়।
এই বন্দুক হামলার কারণ কিংবা হামলাকারীর বৃত্তান্ত প্রকাশ করেনি পুলিশ।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন