চোরকে ধাওয়া করতে যেয়ে গুলিতে ডেপুটির মৃত্যু
ছবি: এলএবাংলাটাইমস
মোটরসাইকেল চোরকে ধাওয়া করতে যেয়ে স্যান বার্নার্ডিনো কাউন্টি শেরিফ অফিসের এক ডেপুটির মৃত্যু হয়েছে।
শেরিফ অফিস জানায়, সোমবার (৩১ মে) সকালে এই ঘটনা ঘটে।
ঘটনা সূত্র মতে, পেক্সটোন রোড এবং ইম্পেরিয়াল ড্রাইভে নিয়মিত টহলের সময় এক মোটরসাইকেল আরোহীর কাছে লাইসেন্স দেখতে চায় পুলিশ।
কিন্তু আরোহী লাইসেন্স না দেখিয়েই পালিয়ে যেতে চেষ্টা করে। পরে শেরিফ ডেপুটির একটি দল গাড়ি দিয়ে তাকে ধাওয়া করে।
পরে ধাওয়া খেয়ে ইউক্কা ভ্যালিতে মোটরসাইকেল থেকে নেমে দৌঁড়ে পালায় ওই আরোহী। ডেপুটিরা অভযুক্তকে ধরতে খোঁজাখুঁজির সময় ওই ডেপুটির উপর গুলি চালায় সে।
পরে গুলিতে আহত ডেপুটিকে দ্রুত হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানেই তার মৃত্যু ঘটে।
ডেপুটির উপর গুলি চালানো অভিযুক্তও গুলিতে প্রাণ হারিয়েছেন। কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট সূত্র জানায়, পুলিশও পালটা অভিযুক্তের উপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে পিস্তল উদ্ধার করেছে পুলিশ। আর মোটরসাইকেলটিও চুরি করা ছিলো। এর বেশি তথ্য জানাতে অস্বীকৃতি জানায় শেরিফ অফিস।
মৃত ডেপুটির নাম সার্জেন্ট ডমিনিখ ভাখা (৪৩)। তিনি সতেরো বছর ডিপার্টমেন্টের ভেটেরান ছিলেন এবং মরঙ্গো বেসিন স্টেশনে তিনি দায়িত্ব পালন করেন।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন