ক্যালিফোর্নিয়ায় সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু, আহত ৩
ছবি: এলএবাংলাটাইমস
ক্যালিফোর্নিয়ার লেকউডে একাধিক গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। আর এই দূর্ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।
শুক্রবার (৪ জানুয়ারি) রাতে এই সড়ক দূর্ঘটনা ঘটেছে বলে জানায় কর্তৃপক্ষ।
লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট সূত্র জানায়, সাউথ স্ট্রিট অ্যান্ড গন্ডার অ্যাভিনিউতে রাত ১০টার দিকে এই দূর্ঘটনা ঘটেছে।
কর্তৃপক্ষ জানায়, একাধিক গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে হতাহতের ঘটনা ঘটে৷ দূর্ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
আহত অপর তিনজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর৷ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর অপর দুইজনের অবস্থা আশংকামুক্ত।
দূর্ঘটনার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। এছাড়া হতাহতদের নাম-ঠিকানাও প্রকাশ করা হয়নি।
কর্তৃপক্ষ জানায়, দূর্ঘটনার পর গাড়ি দুইটি একদম দুমড়ে-মুচড়ে গেছে। লেকউড শেরিফ পুলিশ দপ্তর ঘটনার তদন্ত করে দেখছে৷
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন