ক্যালিফোর্নিয়ায় আগ্নেয়াস্ত্র ব্যবহারের পক্ষে বিচারকের রায়
ছবি: এলএবাংলাটাইমস
ক্যালিফোর্নিয়ার তিন দশক পুরোনো আগ্নেয়াস্ত্র আইন পাল্টে আগ্নেয়াস্ত্র ব্যবহারের পক্ষে রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক।
রায়ে বলা হয়েছে, বর্তমান আইনটি অস্ত্র বহনের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন করছে'।
সান দিয়েগোর বিভাগীয় বিচারক রজার বেনিতেজ শুক্রবার (৪ জুন) এই রায় দেন।
বিচারক রজার বেনিতেজ বলেন, 'সুপ্রিম কোর্ট ও অন্যান্য রাজ্যের স্বীকৃত আগ্নেয়াস্ত্র আইনটি শুধু ক্যালিফোর্নিয়ায় নিষিদ্ধ। এতে ক্যালিফোর্নিয়াবাসী সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে'।
এই রায়ের বিরুদ্ধে আপিলের জন্য স্টেট অ্যাটর্নি জেনারেল বব বন্টাকে ৩০ দিন সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম এই রায়ে বিক্ষুব্ধ হোন এবং বলেন, 'এই রায় জন নিরাপত্তা ও ক্যালিফোর্নিয়াবাসীর জন্য সরাসরি হুমকি'।
৯৪ পৃষ্ঠার রায়ে বিচারক আধুনিক আগ্নেয়াস্ত্রের পক্ষে কথা বলেন এবং আইনী কারণেও এসব অস্ত্রের ব্যবহার রয়েছে বলে মন্তব্য করেন।
রায়ে বিচারক লিখেন, 'সুইস ছুরির মতো এআর-১৫ বাড়িতে প্রতিরক্ষার জন্য উপযুক্ত অস্ত্র'।
স্টেট অ্যাটর্নি জেনারেল বব বন্টা বলেন, 'এই রায় অযৌক্তিক এবং এর বিরুদ্ধে আপিল করা হবে'।
১৯৮৯ সাল থেকে ক্যালিফোর্নিয়া রাজ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এরপর আইনটি আরো পরিমার্জন করা হয়েছে৷
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন