লস এঞ্জেলেসে বন্দুক হামলায় যুবকের মৃত্যু, আহত শিশু
ছবি: এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেসে একটি মোটেলের কাছে বন্দুকধারীর গুলিতে ২২ বছর বয়েসী এক যুবকের মৃত্যু হয়েছে। এই হামলায় আহত হয়েছে ৮ বছরের মেয়ে শিশু।
লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, স্যান পেড্রো স্ট্রিটের কাছে স্টারলাইন মোটেলের সন্নিকটে রাত ৮টার দিকে এই গোলাগুলির ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে শরীরে একাধিকবার গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় পরে তার মৃত্যু ঘটে।
আহত শিশুটিকে হাতে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের প্রধান মাইকেল ম্যুর জানান, শিশুটি রাস্তায় সাইকেল চালানোর সময় তার হাতে গুলি লাগে।
এই বন্দুক হামলার সাথে অভিযুক্ত কারো বর্ণনা পাওয়া সম্ভব হয়নি। এছাড়া হামলার কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন