অবসরে যাচ্ছেন সান বার্নার্ডিনো কাউন্টি শেরিফ
ছবি: এলএবাংলাটাইমস
তিন দশকেরও বেশি সময় ধরে আইন প্রয়োগকারী সংস্থায় কাজ করার পর অবশেষে অবসরের ঘোষণা দিয়েছেন সান বার্নার্ডিনো কাউন্টির শেরিফ জন ম্যাকম্যাহন।
শুক্রবার (১৮ জুন) টুইটারে এক ভিডিও বার্তা পোস্ট করে তিনি জানান, ১৬ জুলাই হবে তাঁর শেষ কর্মদিবস।
ম্যাকম্যাহন ভিডিওতে বলেন, 'বিগত ৩৬ বছর ধরে আমি নিবেদিতপ্রাণ ও পরিশ্রমী সহকর্মীদের সাথে কাজ করে ধন্য বোধ করছি'।
তিনি আরো বলেন, 'শেরিফ হিসেবে বিগত সাড়ে আট বছর কাজ করার সুযোগটি আমার জন্য অনেক সম্মানের ছিলো'।
২০১২ সালের ডিসেম্বরে বোর্ড অফ সুপারভাইজার ম্যাকম্যাহনকে শেরিফ হিসেবে নিযুক্ত করেন।পরবর্তীতে তিনি ২০১৪ সালের জুনে শেরিফ হিসেবে নির্বাচিত হন।
তিনি ১৯৮৫ সালে নিডেলস স্টেশনে ডেপুটি টহল অফিসার হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন।
ম্যাকম্যাহন বলেন 'এখন আমার স্ত্রী শেলির সাথে ব্যক্তিগত জীবনে মনোনিবেশ করতে চাই।'
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন