ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলায় মৃত ১, আহত ৫
ছবি: এলএবাংলাটাইমস
ক্যালিফোর্নিয়ার অকল্যান্ডে বন্দুক হামলার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৫ জন।
অকল্যান্ড পুলিশ ডিপার্টমেন্ট সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় লেক মেরিট এলাকায় এই বন্দুক হামলার ঘটনা ঘটেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, লেক মেরিটের কাছাকাছি অন্তত ১ হাজার মানুষের জমায়েত হয়। সেখানে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টহলে থাকলেও গুলিবর্ষণের ঘটনা ঘটে।
এই গুলিবর্ষণের ঘটনায় ছয়জন আহত হয়েছে। এর মধ্যে ২২ বছরের একজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।
আহতদের মধ্যে অন্য চার তরুণ এবং এক তরুণী আছে। এদের সবার বয়স ১৬ থেকে ২১ এর মধ্যে।
এই বন্দুক হামলার ঘটনায় ইতোমধ্যে দুইজনকে আটক করেছে পুলিশ। ঘটনার পরই হামলাকারীরা পালিয়ে যেতে চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা এই হামলার সাথে জড়িত কী না, সেটি তদন্ত করে দেখা হচ্ছে। হামলার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন