ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপদাহ: অগ্নি সতর্কতা জারি
ছবি: এলএবাংলাটাইমস
ক্যালিফোর্নিয়ার দক্ষিনাংশে তীব্র তাপদাহ বিরাজ করছে। গত কয়েকদিন ধরে চলা আসা তাপদাহ সোমবারেও অব্যাহত (২৮ জুন) রয়েছে।
তাপদাহে দাবানলের সম্ভাবনা থাকায় অগ্নি সতর্কতা জারি করা হয়েছে। ইতোমধ্যে কার্ন কাউন্টির ফ্রেইজার পার্কে দাবানলে ১২০০ একর জমি পুড়ে গেছে৷
কার্ন কাউন্টির ফায়ার ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, রবিবার বিকালে আগুনের সূত্রপাত হয়। এখন পর্যন্ত ২ শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
আগামী শুক্রবার পর্যন্ত অগ্নি সতর্কতা জারি থাকার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বজ্র থেকে আগুন ছড়িয়ে পরার সম্ভাবনা রয়েছে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস সূত্র জানায়, ডাউনটাউন লস এঞ্জেলেসে তাপমাত্রা ৮২ ডিগ্রী ফারেনহাইট ছাড়িয়ে যাবে।
দ্য লস এঞ্জেলেস কাউন্টি অব পাবলিক হেলথ ইতোমধ্যে সান্টা ক্ল্যারিটা ও অ্যান্টিলোপ ভ্যালির কিছু অংশে গরম সতর্কতা জারি করেছে।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন