গৃহহীনদের যত্রতত্র তাঁবু নির্মাণ বন্ধে আইন প্রস্তাব
ছবি: এলএবাংলাটাইমস
গৃহহীন বাসিন্দারা যেনো কোনো নির্দিষ্ট পাবলিক প্লেসের সামনে তাঁবু গাড়তে না পারে ও ফুটপাত যেনো হাঁটার উপযোগী থাকে, সেজন্য আইন পাশ করতে যাচ্ছে সিটি অব লস এঞ্জেলেস৷
অনেকদিন ধরেই এই ধরণের আইন পাশ করাতে চেষ্টা করে যাচ্ছে লস এঞ্জেলেস সিটি কাউন্সিল। তবে এবারই আইনটি পাশের দ্বারপ্রান্তে পৌঁছেছে সিটি অব লস এঞ্জেলেস।
লস এঞ্জেলেস সিটি কাউন্সিল মেম্বার জো বুসকাইনো বলেন, 'এসব তাঁবু ঘিরে সহিংসতা ও প্রোপার্টি ক্রাইম অনেক বেড়ে গেছে৷ তবু আমরা এই ধরণের আইন পাশে দেরি করছি৷ এদিকে আমাদের শহর পুড়ছে'।
তিনি বলেন, 'এটি দয়াশীলতা বা প্রগতিশীলতার বিষয় নয়। ক্যালিফোর্নিয়ার বেশ কিছু বড় রাজ্যে তাঁবু বিরোধী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন'।
বুসকাইনো, যিনি আসন্ন বছর মেয়র নির্বাচনের প্রার্থী, তিনি নয় মাস আগেই এমন প্রস্তাবনা জানান। তবে এই প্রস্তাবনার বিরুদ্ধে দুইজন কাউন্সিলম্যান ভোট দিয়েছেন।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন