নিউ ইয়র্কে বাস দুর্ঘটনায় আহত ৫৭
ছবি: এলএবাংলাটাইমস
নিউ ইয়র্কের নায়াগ্রা ফলস গামী একটি ট্যুর বাস দুর্ঘটনায় ৫৭ জন আহত হয়েছে। ড্রাইভারসহ বাসে ৫৭ জন ছিল, এদের প্রত্যেকেই ছোট থেকে গুরুতর আহত হোন।
নিউ ইয়র্ক স্টেট পুলিশ এবং স্থানীয় হাসপাতালের এক মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন।
নিউ ইয়র্ক স্টেট পুলিশ এক বিবৃতিতে জানান, ট্যুর বাসটি ক্যায়ুগা কাউন্টির ব্রুটাস শহরের হাইওয়ে পার হওয়ার সময় রাস্তার পাশে সজোরে আছড়ে পরে। এতে বাসের সবাই আহত হোন।
আওবার্ন কমিউনিটি হাসপাতালের মুখপাত্র ম্যাথিউ চ্যাডারডন বলেন, 'বাসের অন্তত ২৭ জন প্রাপ্তবয়স্ক ও শিশুকে আওবার্ন কমিউনিটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে'।
চ্যাডারসন জানান, দুর্ঘটনায় কারো মৃত্যু না হলেও আওবার্ন কাউন্টি হাসপাতাল থেকে সুনি আপস্টেট হাসপাতালে গুরুতর আহত অবস্থায় দুইজনকে স্থানান্তর করা হয়েছে।
চ্যাডারসন জানান, বাসটি ফিশকিল শহর থেকে নায়াগ্রা ফলসের দিকে যাচ্ছিল। পতিমধ্যে ব্রুটাসে দুর্ঘটনাটি ঘটে। নায়াগ্রা ফলসের থেকে দুই ঘণ্টা দুরত্বে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার কারণ বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন