আপডেট :

        ধর্ষণ মামলায় হার্ভকে দোষী সাব্যস্ত করে ২০২০ সালে দেওয়া রায় বাতিল

        ইসরায়েলবিরোধী বিক্ষোভের জেরে স্নাতক অনুষ্ঠান বাতিল করল সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়

        ট্রাম্পের বিচার নিয়ে বিভক্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট

        যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলবিরোধী বিক্ষোভ দমনে মারমুখী পুলিশ

        ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, গ্রেফতার শতাধিক

        পশ্চিম ভারত মহাসাগর অঞ্চলে মাদক পাচার এবং মাদকদ্রব্যের অপব্যবহার বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে

        গাজা উপকূলে অস্থায়ী বন্দর যুক্তরাষ্ট্রের !

        রেলের কর্মকর্তা-কর্মচারীদের ঢিলেঢালা পোশাক পরিধান করার নির্দেশ

        জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের অবদান কখনোই ভুলবার নয়

        ৮৮ আসনে দুপুর পর্যন্ত কত ভোট পড়লো

        ২৬ জেলার ওপর তাপপ্রবাহ

        চুয়াডাঙ্গায় সর্বোচ্চ রেকর্ড ৪২.৭ ডিগ্রি তাপমাত্রা

        চুয়াডাঙ্গায় সর্বোচ্চ রেকর্ড ৪২.৭ ডিগ্রি তাপমাত্রা

        কেন্দ্রীয় কি ঋণখেলাপি ও অর্থপাচারের সুরক্ষা নিশ্চিতে কাজ করছে, প্রশ্ন টিআইবির

        ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় শিক্ষার্থী গ্রেপ্তার

        বিমান হামলায় নিহত এক নারীর গর্ভ থেকে প্রসব হওয়া সন্তানটি মারা গেছে

        ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাং গ্রেফতার

        তাপ্প্রবাহে ভাঙল ৭৬ বছরের রেকর্ড

        তিন দিনের সফরে বর্তমানে চীনে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন

        ভারতীয় দলে হার্দিক পাণ্ডিয়া ও বিরাট কোহলি নেই

ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ আগস্ট শনিবার সন্ধ্যায় লস এঞ্জেলেসের বাংলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সী, প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধুর ভাগনা আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত), বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা মুসতাইন দারা বিল্লাহ।

জাতীয় সংগীত এবং বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামীলীগের সভাপতি শফিকুর রহমান, পরিচালনা করেন সাধারণ সম্পাদক ডা. রবি আলম।

অনুষ্ঠানের সূচনা করেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামীলীগের জয়েন্ট সেক্রেটারি দিদার আহমেদ।

 


অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্যালিফোর্নিয়া স্টেট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ মোহাম্মদ হাই, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক রানা মাহমুদ, ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের  অর্গানাইজিং সেক্রেটারি টি, জাহান কাজল, লস এঞ্জেলেস সিটি আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন টিপু, ক্যালিফোর্ণিয়া স্টেট আওয়ামী লীগের উপদেষ্টা ফিরোজ আলম, ভাইস প্রেসিডেন্ট নাজমুল চৌধুরী ও প্রাক্তন সভাপতি সুহেল রহমান বাদল।

উপস্থিত ছিলেন বাফলার সাবেক প্রেসিডেন্ট ও বঙ্গবন্ধু পরিষদ ক্যালিফোর্নিয়ার সভাপতি নজরুল আলম, এলএ বাংলাটাইমসের সিইও আব্দুস সামাদ, প্রবাস বাংলা সম্পাদক কাজী মশাহুরুল হুদা, সময় টিভির সাংবাদিক লস্কর আল মামুন, হলিউড বাংলার সাংবাদিক খাইরুজ্জামান মামুন। কমিউনিটির পক্ষ থেকে  আরো অংশগ্রহণ করেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, আনন্দমেলা, হিন্দু সোসাইটি-সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সহযোগিতা করে ক্যালিফোর্নিয়া স্টেট যুবলীগ, লস অ্যাঞ্জেলেস সিটি আওয়ামী লীগ, ক্যালিফোর্নিয়া স্টেট মহিলা আওয়ামী লীগ।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, একাত্তরের পরাজিত শক্তিই বঙ্গবন্ধুকে ১৫ই আগস্ট সপরিবারে হত্যা করে। তারা চেয়েছিল বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে। কিন্তু আজকের বাংলাদেশ দেখলে বুঝা যায় তারাই ব্যর্থ হয়েছে। তাদের উদ্দেশ্য ব্যর্থ হয়ে বাংলাদেশ এখন সমৃদ্ধ একটি রাষ্ট্র। যা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। এখন আমাদের দায়িত্ব হচ্ছে মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে আরও সমৃদ্ধির পথে নিয়ে যাওয়া। এজন্য আমাদের সবার ঐক্যবদ্ধ থাকা একান্ত প্রয়োজন।

আমরা দেখেছি, বঙ্গবন্ধুকে যারা হত্যা করল তাদের বিচার যাতে না করা যায় এজন্য আইন করা হলো। তাদেরকে পুরস্কৃত করা হলো। কত নির্মম। আজ সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

প্রধান আলোচকের বক্তব্যে বঙ্গবন্ধুর ভাগনা আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) সেদিনের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, এই হত্যাকান্ডে আমার এক ভাই, এক বোন এবং বাবাকে হারাই। আমার বাবা আমার সামনেই গুলিবিদ্ধ হন এবং মৃত্যুর কোলে ঢলে পড়েন। সেই দু:সহ স্মৃতি চারণ করা খুবই কষ্টকর। আমরা চাই না এগুলো আলাপ করতে।

 


সভাপতির বক্তব্যে শফিকুর রহমান বঙ্গবন্ধুর স্মৃতি চারণ ও শ্রদ্ধা নিবেদন করেন। তিনি প্রধান অতিথির কাছে দাবি জানান, আপনি সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে বলবেন, যাতে একটি কমিশন গঠন করে ঐদিন বঙ্গবন্ধু হত্যার সঙ্গে যারা জড়িত ছিল তাদের জাতির পরিচয় সামনে তুলে ধরা এবং বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে নিয়ে ফাঁসি কার্যকর করা।

তিনি বলেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নয়, বঙ্গবন্ধু এখন পুরো পৃথিবীর বঙ্গবন্ধু।

ক্যালোফোনিয়া স্ট্রেট আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডা. রবি আলম বলেন, বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে নিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাথে কাজ করবে ও সব ধরনের সহযোগিতা করবে। পলাতক আসামীদের দ্রুত দেশে ফিরিয়ে নিতে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

শুরুতে কোরআন তেলাওয়াত করেন  শামসুল আরেফিন বাবলু।  বাইবেল পাঠ করেন  কার্যকরী কমিটির সদস্য অ্যালবার্ট ব্যারেল।

বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানান মুক্তিযোদ্ধা নোমান।

বঙ্গবন্ধু ও পরিবারের মাগফিরাত কামনায় এক দোয়া পরিচালিত হয়। দোয়া পরিচালনা করেন ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা মিয়া আব্দুর রব।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এলএ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত