আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ৭ বিলিয়ন ডলারের জালিয়াতির দাবি ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের, মিনেসোটাকেও ছাড়িয়ে গেছে পরিমাণ

        লস এঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় ২৯০ মৃত্যুর প্রতিবাদে সিটি হলের সামনে ব্যতিক্রমী ‘ডাই-ইন’ বিক্ষোভ

        মিনিয়াপোলিসে ফের এক মার্কিন নাগরিকের গুলিতে মৃত্যু, বিক্ষোভ আবারও জারি

        যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের পর ডব্লিউএইচওর রোগ পর্যবেক্ষণ নেটওয়ার্কে যোগ দিল ক্যালিফোর্নিয়া

        লস এঞ্জেলেসে গৃহহীন তহবিল আত্মসাৎ: দাতব্য সংস্থার প্রধান গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বাড়ির দামে মৃদু পতন: ৮৮% এলাকায় মূল্য কমেছে

        বিচারকের পরোয়ানা ছাড়াই বাড়িতে ঢোকার নির্দেশ আইসিইকে—ফাঁস মেমো

        ক্যালিফোর্নিয়ায় ফেডারেল অভিযানে গুলি, ব্যাপক নিরাপত্তা তৎপরতা

        প্রথম প্রজন্মের গৃহক্রেতাদের জন্য ক্যালিফোর্নিয়ার ডাউন পেমেন্ট সহায়তা কর্মসূচি আবার চালু

        ট্রাম্পের কাছে ‘নতি স্বীকার’ না করতে বিশ্বনেতাদের কড়া বার্তা নিউজমের

        ২০২৫ সালের শেষে ক্যালিফোর্নিয়ায় বাড়ির দাম কমেছে, বিক্রি বেড়েছে

        সেতু উন্নয়নকাজের জন্য রাতে ইউএস-১০১ ফ্রিওয়ে বন্ধ থাকবে

        ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল লস এঞ্জেলেসের ডাউনটাউন

        অভিবাসন কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে মিনেসোটার শীর্ষ নেতাদের সমন জারি

        চতুর্থ সন্তানের মা হতে চলেছেন যুক্তরাষ্ট্রের সেকেন্ড লেডি উষা ভ্যান্স

        দক্ষিণ ক্যারোলাইনায় হামের সংক্রমণ বেড়েই চলেছে

        দুর্ঘটনায় ফার্মেসির ভেতরে ঢুকে পড়ল টেসলা, আহত ২

        ইন্ডিওর কাছে ৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ‘এটা বর্ণভিত্তিক প্রোফাইলিং’: অরেঞ্জ কাউন্টিতে ফেডারেল অভিবাসন অভিযানে আতঙ্ক

        গ্রিনল্যান্ড নিয়ে শুল্ক হুমকি বাস্তবায়নের অঙ্গীকার ট্রাম্পের, ইউরোপীয় ইউনিয়নের সতর্ক বার্তা

ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ আগস্ট শনিবার সন্ধ্যায় লস এঞ্জেলেসের বাংলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সী, প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধুর ভাগনা আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত), বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা মুসতাইন দারা বিল্লাহ।

জাতীয় সংগীত এবং বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামীলীগের সভাপতি শফিকুর রহমান, পরিচালনা করেন সাধারণ সম্পাদক ডা. রবি আলম।

অনুষ্ঠানের সূচনা করেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামীলীগের জয়েন্ট সেক্রেটারি দিদার আহমেদ।

 


অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্যালিফোর্নিয়া স্টেট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ মোহাম্মদ হাই, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক রানা মাহমুদ, ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের  অর্গানাইজিং সেক্রেটারি টি, জাহান কাজল, লস এঞ্জেলেস সিটি আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন টিপু, ক্যালিফোর্ণিয়া স্টেট আওয়ামী লীগের উপদেষ্টা ফিরোজ আলম, ভাইস প্রেসিডেন্ট নাজমুল চৌধুরী ও প্রাক্তন সভাপতি সুহেল রহমান বাদল।

উপস্থিত ছিলেন বাফলার সাবেক প্রেসিডেন্ট ও বঙ্গবন্ধু পরিষদ ক্যালিফোর্নিয়ার সভাপতি নজরুল আলম, এলএ বাংলাটাইমসের সিইও আব্দুস সামাদ, প্রবাস বাংলা সম্পাদক কাজী মশাহুরুল হুদা, সময় টিভির সাংবাদিক লস্কর আল মামুন, হলিউড বাংলার সাংবাদিক খাইরুজ্জামান মামুন। কমিউনিটির পক্ষ থেকে  আরো অংশগ্রহণ করেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, আনন্দমেলা, হিন্দু সোসাইটি-সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সহযোগিতা করে ক্যালিফোর্নিয়া স্টেট যুবলীগ, লস অ্যাঞ্জেলেস সিটি আওয়ামী লীগ, ক্যালিফোর্নিয়া স্টেট মহিলা আওয়ামী লীগ।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, একাত্তরের পরাজিত শক্তিই বঙ্গবন্ধুকে ১৫ই আগস্ট সপরিবারে হত্যা করে। তারা চেয়েছিল বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে। কিন্তু আজকের বাংলাদেশ দেখলে বুঝা যায় তারাই ব্যর্থ হয়েছে। তাদের উদ্দেশ্য ব্যর্থ হয়ে বাংলাদেশ এখন সমৃদ্ধ একটি রাষ্ট্র। যা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। এখন আমাদের দায়িত্ব হচ্ছে মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে আরও সমৃদ্ধির পথে নিয়ে যাওয়া। এজন্য আমাদের সবার ঐক্যবদ্ধ থাকা একান্ত প্রয়োজন।

আমরা দেখেছি, বঙ্গবন্ধুকে যারা হত্যা করল তাদের বিচার যাতে না করা যায় এজন্য আইন করা হলো। তাদেরকে পুরস্কৃত করা হলো। কত নির্মম। আজ সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

প্রধান আলোচকের বক্তব্যে বঙ্গবন্ধুর ভাগনা আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) সেদিনের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, এই হত্যাকান্ডে আমার এক ভাই, এক বোন এবং বাবাকে হারাই। আমার বাবা আমার সামনেই গুলিবিদ্ধ হন এবং মৃত্যুর কোলে ঢলে পড়েন। সেই দু:সহ স্মৃতি চারণ করা খুবই কষ্টকর। আমরা চাই না এগুলো আলাপ করতে।

 


সভাপতির বক্তব্যে শফিকুর রহমান বঙ্গবন্ধুর স্মৃতি চারণ ও শ্রদ্ধা নিবেদন করেন। তিনি প্রধান অতিথির কাছে দাবি জানান, আপনি সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে বলবেন, যাতে একটি কমিশন গঠন করে ঐদিন বঙ্গবন্ধু হত্যার সঙ্গে যারা জড়িত ছিল তাদের জাতির পরিচয় সামনে তুলে ধরা এবং বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে নিয়ে ফাঁসি কার্যকর করা।

তিনি বলেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নয়, বঙ্গবন্ধু এখন পুরো পৃথিবীর বঙ্গবন্ধু।

ক্যালোফোনিয়া স্ট্রেট আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডা. রবি আলম বলেন, বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে নিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাথে কাজ করবে ও সব ধরনের সহযোগিতা করবে। পলাতক আসামীদের দ্রুত দেশে ফিরিয়ে নিতে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

শুরুতে কোরআন তেলাওয়াত করেন  শামসুল আরেফিন বাবলু।  বাইবেল পাঠ করেন  কার্যকরী কমিটির সদস্য অ্যালবার্ট ব্যারেল।

বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানান মুক্তিযোদ্ধা নোমান।

বঙ্গবন্ধু ও পরিবারের মাগফিরাত কামনায় এক দোয়া পরিচালিত হয়। দোয়া পরিচালনা করেন ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা মিয়া আব্দুর রব।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এলএ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত