টিকাগ্রহীতাদের মধ্যে বাড়ছে করোনার সংক্রমণ
ছবি: এলএবাংলাটাইমস
লস এঞ্জেলেস কাউন্টিতে ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে করোনা বাড়ছে অতিদ্রুত হারে। এই ডেল্টা ভ্যারিয়েন্টেরকারণে টিকাগ্রহণকারী মধ্যে বাড়ছে করোনার হার। তবুও টিকাগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে মৃত্যু ও হাসপাতালে ভর্তির হার কম।
এলএ কাউন্টির ৫১ লাখ বাসিন্দা টিকার সম্পূর্ন ডোজ গ্রহণ করেছে। এর মধ্যে শতকরা ০ দশমিক ৫৩ ভাগ ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছে ও ০ দশমিক ০১৪ ভাগ ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর পাশাপাশি করোনার কারণে টিকার সম্পূর্ন ডোজ গ্রহণ করার পরেও ৬৮ জন ব্যক্তি মারা গিয়েছে।
এলএ কাউন্টির জনস্বাস্থ্য ডিরেক্টর বারবারা ফেরার বলেন, ‘মৃতব্যক্তিদের মধ্যে অনেকেই পূর্বে থেকেই অসুস্থ ছিলো।‘
ফেরার আরো বলেন, ‘নতুন তথ্য দ্বারা প্রমাণিত হয় যে টিকা সম্পূর্ন ১০০ ভাগ সুরক্ষা দেয় না। কমিউনিটি ট্রান্সমিশন বাড়ার কারণে অনেকেই টিকা নেওয়ার পরেও করোনা আক্রান্ত হচ্ছে। তবে এই নতুন তথ্য এটিও প্রমাণ করে যে টিকাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে করোনা খুব কম সংক্রমিত হচ্ছে।‘
এলএবাংলাটাইমস/এমডব্লিউ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন