লস এঞ্জেলেসে সামার ফেস্টিভ্যালের আয়োজন
“বার মাসে তের পার্বণ” কথাটা বাঙ্গালীর
জন্য যথেষ্ট মানানসই। সারা বছর কোন না
কোন অনুষ্ঠান লেগেই থাকে। প্রবাসেও তার
ব্যতিক্রম নয়।এর ই ধারাবাহিকতায় চলতি
মাসের ২৩ আগস্ট ২০১৫ তারিখে লস
এঞ্জেলেসে আয়োজিত হতে যাচ্ছে “গ্রীষ্ম
বরন- ২০১৫”।
একঝাক দেশী-বিদেশী শিল্পীদের
পরিবেশনায় হবে মন মাতান সাংস্কৃতিক
অনুষ্ঠান। যা এ অনুষ্ঠানের অন্যতম প্রধান
আকর্ষণ। বাংলাদেশের জনপ্রিয় ও স্বনামধন্য
এতে অংশ নেবেন। এবারের আয়োজনে অংশ
নিতে যাওয়া সম্ভাব্য শিল্পীরা হলেন,
জনপ্রিয় কণ্ঠ শিল্পী মিতালী, তপন চৌধুরী ও
চ্যানেল আইয়ের সেরাকন্ঠের শ্রেষ্ঠ কন্ঠ
শিল্পী কৃষ্ণা তিথি । এছাড়া উক্ত অনুষ্ঠানে
সাংস্কৃতিক পরিবেশনা করবে স্থানীয়
জনপ্রিয় শিল্পীরা ।
অনুষ্ঠানের স্থানঃ
Heritage Hall,
Ehlers Community Recreation Center,
8150 Knott Ave ,
Buena Park , CA-90020.
তারিখঃ ২৩ আগস্ট ২০১৫, রবিবার ,
সময়ঃ সকাল ১১ টা থেকে রাত ১১ টা পর্যন্ত.
চিফ ইভেন্ট কো-অরডিনেটর রফিকুল হক রাজু।
আশা করি সবাই অনুষ্ঠানটি সবাই প্রিয়
জন কে নিয়ে উপভোগ করবেন। রাঙিয়ে
তুলবেন আপনার মনকে। তুলে ধরুন নিজের
সাংস্কৃতি । নিজের দেশ ।
যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুনঃ-
রফিকুল হক রাজু, ফোন- 714-470-0814
শেয়ার করুন